
কলকাতা: ২০ ডিসেম্বর গোয়ার মাঠে থমকে গিয়েছিল মোহনবাগানের (Mohun Bagan SG) জয়রথ। বেশ কিছুদিন পর পেতে হয়েছিল পরাজয়ের তেতো স্বাদ। আজ দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে পঞ্জাব এফসি-র (Punjab FC) বিরুদ্ধে জয়ের ফেরার লক্ষ্য নিয়ে নামবে হোসে মোলিনার (Jose Molina) দল।
১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে আইএসএল-এর শীর্ষে রয়েছে সবুজ-মেরুন। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে সাত নম্বরে পঞ্জাব। দুই দলের মানেও রয়েছে তারতম্য। তা সত্ত্বেও চাপে রয়েছে বাগান ব্রিগেড। কারণ চোট, একই সঙ্গে তিনজনের চোট। মোলিনা আগেই জানিয়ে দিয়েছেন চোটের জন্য এ ম্যাচ নেই আশিক কুরুনিয়ান, গ্রেগ স্টুয়ার্ট এবং দিমিত্রি পেত্রাতস।
আরও পড়ুন: অজি ওপেনারকে কোহলির ‘ধাক্কা’, গরম হয়ে উঠল মেলবোর্ন
কুরুনিয়ানের না থাকা নিয়ে তত সমস্যা নেই, লেফট উইংয়ে খেলবেন লিস্টন কোলাসো। কিন্তু চাপ সেন্টার অ্যাটাকিং মিডিও পোজিশন নিয়ে। স্টুয়ার্টের (Greg Stewart) চোট থাকায় শেষ কয়েকটি ম্যাচে ওই পোজিশনে খেলছিলেন পেত্রাতস (Dimitri Petratos)। পঞ্জাব ম্যাচে নেই তিনিও। তাই এদিন বাগানের টিম কম্বিনেশন কী হয়, ফর্মেশন কী হয় তা দেখার।
একটা বিকল্প হল ৯ নম্বর পোজিশনে জেমি ম্যাকলারেনকে রেখে জেসন কামিংসকে একটু নীচ থেকে খেলানো। তবে সাহাল আবদুল সামাদকেও ১০ নম্বরে খেলানো হতে পারে। গোয়ার বিরুদ্ধে বেশ ভালো খেলেছিলেন তিনি। মোলিনা অবশ্য জানিয়েছেন, চোট-আঘাত খেলার অঙ্গ, তা নিয়ে ভেবে লাভ নেই। পরিস্থিতি অনুযায়ী তৈরি থাকতে হবে।
দেখুন অন্য খবর: