ওয়েব ডেস্ক: আইএসএল (ISL 2024-25) সেমিফাইনালের প্রথম পর্বে ধাক্কা খেয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। জামশেদপুর এফসির (Jamshedpur FC) বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ১-২ ফলে হেরে গিয়েছে তারা। আগামী ৭ এপ্রিল (সোমবার) পরের পর্বের ম্যাচ যুবভারতীতে, সেই খেলায় জিততেই হবে হোসে মোলিনার (Jose Molina) দলকে। এক গোলের ব্যবধানে জিতলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে, দুই গোলে জিতলে ৯০ মিনিটেই কার্যসিদ্ধি।
প্রথম লেগে হেরে গিয়েও ঘাবড়ে যাননি বাগান কোচ। তিনি বলছেন, সব ম্যাচ জিততেই হবে এমন কোনও কথা নেই, বিশ্বের কোথাও তেমন হয় না। জামশেদপুরে হারলেও কলকাতায় জেতার ব্যাপারে আশাবাদী মোলিনা। যুবভারতীর ৫০-৬০ হাজার দর্শকের সামনে তাঁর দল ভালো খেলবে বলে আশা তাঁর।
আরও পড়ুন: ভেঙ্কটেশ আইয়ারকে কিং খানের বিশেষ বার্তা!
বাগানের স্প্যানিশ কোচ বলেন, “…চাপ তো সব ম্যাচেই থাকে। সেই চাপ সামলেই খেলতে হয়। প্রথম সেমিফাইনালে আমরা জিততে পারিনি। দ্বিতীয় সেমিফাইনাল আমাদের জেতার চেষ্টা করতে হবে। আশা করি, আমরা আরও ভালো খেলব এবং ফাইনালে যাব।”
জামশেদপুরে আধিপত্য ছিল সবুজ-মেরুন ব্রিগেডেরই। প্রচুর সুযোগ তৈরি হলেও গোল হয়েছে মাত্র একটা, তাও জেসন কামিন্সের (Jason Cummings) বিশ্বমানের ফ্রি-কিক থেকে। তা নিয়ে মোলিনা বলেন “প্রথমার্ধে অধিকাংশ সময় বল আমাদের ফুটবলারদের পায়ে ছিল। কিন্তু আমরা আক্রমণগুলো ঠিকভাবে ফিনিশ করতে পারিনি। দ্বিতীয়ার্ধে অনেক বেশি সুযোগ তৈরি করেছি। কিন্তু জামশেদপুরের গোলরক্ষক এবং রক্ষণভাগের খেলোয়াড়েরা খুব ভালোভাবে পরিস্থিতি সামলেছে। প্রতিপক্ষ রক্ষণে সব সময় ছ’-সাত জন ফুটবলার রেখে খেললে গোল করা কঠিন হয়। তার মধ্যেও আমরা সুযোগ তৈরি করেছি। দ্বিতীয়ার্ধের শুরুতে দুটো ভালো সুযোগ পেয়েছিলাম আমরা। কাজে লাগাতে পারলে সে সময় ৩-১ গোলে এগিয়ে যেতে পারতাম।
দেখুন অন্য খবর: