skip to content
Friday, October 4, 2024

skip to content
HomeScrollডুরান্ডের বদলার ম্যাচেই কি ম্যাকলারেনের অভিষেক!
ISL 2024-25

ডুরান্ডের বদলার ম্যাচেই কি ম্যাকলারেনের অভিষেক!

গোল মিসের রোগ সারাতে পারবেন পেত্রাতসরা?

Follow Us :

কলকাতা: আইএসএলে (ISL) শেষবার যখন নর্থ ইস্ট ইউনাইটেডের (North East United) বিরুদ্ধে খেলেছিল মোহনবাগান (Mohun Bagan SG), তাদের ৪-২ ফলে হারিয়েছিল। কিন্তু সেই সময় এবং আজকের দিনের মধ্যে অনেক তফাত। স্প্যানিশ কোচ হুয়ান পেদ্রো বেনালির অধীনে শক্তিশালী দল হয়ে উঠেছে জন আব্রাহামের (John Abraham) দল। কলকাতার মাটিতে বাগানের হাত থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছে ডুরান্ড কাপ। আজ কি তার বদলা নিতে পারবেন শুভাশিস বসুরা (Shubhasis Bose)?

সবুজ-মেরুন কোচ হোসে মোলিনা (Jose Molina) বলছেন, তিনি বদলার কথা মাথাতেই আনছেন না। তাঁর লক্ষ্য শুধু জেতা এবং তিন পয়েন্ট হাসিল করা। মোলিনা যাই বলুন, বাগান সমর্থকদের মনে কিন্তু যুবভারতীতে ডুরান্ড ফাইনালের স্মৃতি (পড়ুন বেদনা) টাটকা। দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত টাইব্রেকারে হারতে হয়েছিল সেদিন। আজ লিগ ম্যাচ, যা করার ৯০ মিনিটের মধ্যেই করতে হবে।

আরও পড়ুন: দুরন্ত আর্সেনাল, শেষ মুহূর্তের গোলে লজ্জা এড়াল সিটি

 

রক্ষণ নিয়ে চিন্তায় থাকা বাগানের নতুন রোগ ধরা পড়েছিল গত বুধবার। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-তে গোল মিসের বন্যা বইয়েছিলেন দিমিত্রি পেত্রাতস, জেসন কামিন্স, লিস্টন কোলাসোরা। অন্তত ৩-০ জেতা ম্যাচ গোলশূন্য ড্র করেছিল তাজিকিস্তানের এফসি রাভশান ক্লাবের বিরুদ্ধে।

গোল মিসের রোগ দূর করার টোটকা অবশ্য আজই প্রয়োগ করতে পারেন বাগান কোচ। আজ শুরু থেকে খেলতে পারেন তারকা স্ট্রাইকার জেমি ম্যাকলারেন (Jamie McLaren)। তাঁকে মাঠে দেখতে মুখিয়ে আছেন সমর্থকরা। রবিবার কামিংস, পেত্রাতসদের সঙ্গে পুরোদমে অনুশীলন করেছেন ‘ম্যাকা’। কাজেই আজই অভিষেক হতে পারে তাঁর। তবে ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজের চোট এখনও সারেনি, তিনি আজও খেলবেন না।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular