কলকাতা: গত শনিবারের কলকাতা ডার্বিতে (Kolkata Derby) মাঠ ভরিয়েছিলেন প্রায় ৫৮,০০০ দর্শক। সমস্যা হল, ডার্বিতে যতই মাঠ ভরে যাক, ইস্টবেঙ্গল (East Bengal) মোহনবাগানের (Mohun Bagan) অন্য ম্যাচে কিন্তু এত সমর্থক আসেন না। চলতি আইএসএল মরসুমেই দেখা গিয়েছে, আট ১০ কিংবা বড়জোর ১৫ হাজার মানুষ মাঠে এসেছেন। মাঠে দর্শক আনতে এবার দারুণ উদ্যোগ নিল মোহনবাগান সুপার জায়ান্ট। আগামী শনিবার হায়দরাবাদ এফসির (Hyderabad FC) বিরুদ্ধে ম্যাচের জন্য জেনারেল স্ট্যান্ডের টিকিট বিনামূল্যে বিতরণ করবে তারা।
ক্লাবের তরফে জানানো হয়েছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ভিত্তিতে জেনারেল স্ট্যান্ডের টিকিট দেওয়া হবে। এক একজন সমর্থক সবথেকে বেশি দুটি করে টিকিট নিতে পারবেন। বৃহস্পতিবার অর্থাৎ ৮ ফেব্রুয়ারি থেকে ক্লাব তাঁবু এবং যুবভারতী ক্রীড়াঙ্গনের বক্স অফিস থেকে এই টিকিট তোলা যাবে। বাগান শিবিরের এই উদ্যোগে কতটা সাড়া দেন সমর্থকরা সেটাই এখন দেখার।
আরও পড়ুন: বাজবল ভুলে যাক রুট, পরামর্শ মাইকেল ভনের
Club announcement 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/PlPbWMuXVC
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) February 7, 2024
প্রসঙ্গত, ডার্বিতে ২-২ ড্র করার পর আইএসএলে ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বর স্থানে আছে আন্তনিও লোপেজ হাবাসের দল (Antonio Lopez Habas)। প্রথম ছয় ম্যাচের পাঁচটা জয় এবং একটা ড্রয়ের পর হারের হ্যাটট্রিক হয়েছিল হুয়ান ফেরান্দোর (Juan Ferrando) আমলে। এরপরেই গত মরসুমের আইএসএল জয়ী কোচ পদত্যাগ করেন। ফেরান্দোর ফুটবল দর্শনের থেকে অনেকটাই আলাদা হাবাসের খেলানোর স্টাইল। রক্ষণ মজবুত রেখে আক্রমণে যাওয়ার স্ট্র্যাটেজি তাঁকে আগেও নিতে দেখা গিয়েছে। নতুন সিস্টেমে মানিয়ে নিতে ফুটবলারদের একটু সময় লাগবেই। তবে চ্যাম্পিয়ন হতে গেলে ওই একটুই, তার বেশি সময় নিলে চলবে না। হায়দরাবাদ ম্যাচেই বোঝা যাবে দিমিত্রি পেত্রাতস (Dimitri Petratos), আর্মান্দো সাদিকুরা কতটা স্বচ্ছন্দ হয়েছেন হাবাসের কৌশলে।
দেখুন অন্য খবর: