ব্যারাকপুর: ১০ মার্চ এবং ১৮ মার্চের মধ্যে মিল কোথায়? এই দু’দিনই ইস্টবেঙ্গলকে (East Bengal) নিয়ে ছেলেখেলা করল মোহনবাগান (Mohun Bagan)। ১০ মার্চ যুবভারতীতে বড়দের কলকাতা ডার্বি (Kolkata Derby) ৩-১ ফলে জেতে সবুজ-মেরুন ব্রিগেড। সেদিন প্রথমার্ধে বলে পা-ই ছোয়াঁতে পারছিলেন না লাল-হলুদের খেলোয়াড়রা। দ্বিতীয়ার্ধে অবশ্য তারা খেলায় ফেরে। একটা গোলও দেয়। কিন্তু ছোটদের ডার্বিতে আগাগোড়া আধিপত্য দেখাল সবুজ-মেরুন।
আরও পড়ুন: ক্রিকেট ছেড়েই দিতে চেয়েছিলেন অশ্বিন! কবে জানেন?
সোমবার যেন সেকেন্ড হাফে যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন বাগানের খেলোয়াড়রা। প্রথমার্ধে দুই গোলের পর তিন গোল আসে দ্বিতীয়ার্ধে। জোড়া গোল করলেন সুহেল ভাট (Shuhail Bhat)। দু’বারই গোল করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিখ্যাত ‘সিউ’ সেলিব্রেশন করলেন তিনি। ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোল অমনের।
A BIG WIN FOR THE YOUNG GUNS! 🔥
MBSG -5 : EBFC – 1 — Sibajit, Taison, Suhail (2), Dippendu@rfyouthsports @ril_foundation #MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #RelianceFoundation pic.twitter.com/btrzuPqdve
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) March 18, 2024
ম্যাচের প্রথম গোল করেন শিবাজিৎ। তাঁর দুরন্ত ফ্রি-কিক ইস্টবেঙ্গল গোলকিপারকে পরাস্ত করে জালে জড়িয়ে যায়। এরপর ফ্রিকিক থেকে দ্বিতীয় গোলটি করেন টাইসন। দ্বিতীয়ার্ধ শুরুর তিন মিনিটের মাথায় জোরালো হেডে নিজের প্রথম এবং দলের তৃতীয় গোল করেন সুহেল। ৬৭ মিনিটে আবার সুহেলের গোল। এরপর ৮২ মিনিটে ৫-০ করেন দীপ্পেন্দু। ম্যাচের একমাত্র শেষ লগ্নে সংযুক্ত সময়ে সান্ত্বনা পুরস্কারের গোল পায় ইস্টবেঙ্গল।
দেখুন অন্য খবর: