কলকাতা: ১৮ অগাস্টের জন্য ইস্টবেঙ্গলকে (East Bengal) হুঁশিয়ারি দিয়ে রাখল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। ডুরান্ড কাপে (Durand Cup) ভারতীয় বায়ুসেনার দলকে আধডজন গোলের মালা পরাল সবুজ-মেরুন। ম্যাচে আধিপত্য দৈত্যসুলভই ছিল। প্রস্তুতির জন্য সময়াভাব নিয়ে খুঁতখুঁত করছিলেন কোচ হোসে মোলিনা (Jose Molina), আজকের ৬-০ ফলাফলের পর কিছুটা হাসি ফুটবে তাঁর মুখে।
আজকের ম্যাচের ফলাফল ১০-০ হলেও অবাক হওয়ার কিছু থাকত না। বাগানের মাঝমাঠ এবং আক্রমণ এতটাই প্রভাবশালী ছিল যে বায়ুসেনার আক্রমণ ঠিক করে সক্রিয়ও হতে পারেনি। উল্টে জেসন কামিংসদের (Jason Cummings) গোলাগুলি বর্ষণে মাটি ধরে এয়ারফোর্স।
আরও পড়ুন: শ্রীলঙ্কায় বিপর্যয়, রোহিতদের পরের ODI সিরিজ কবে?
দিমিত্রি পেত্রাতস ছাড়া আজ বাকি সবাইকে পেয়েছিলেন বাগান কোচ। বুঝে বুঝে ব্যবহার করলেন। শুরুতে দুই বিদেশি কামিন্স এবং অলড্রেডকে নামানো হয়েছিল। ৪ মিনিটে গোল করেন অজি স্ট্রাইকার, তার ছয় মিনিট পরে দ্বিতীয় গোল অলড্রেডের। ৩৮ মিনিটে তৃতীয় গোল লিস্টন কোলাসোর।
দ্বিতীয়ার্ধেও সেই একচেটিয়া মোহনবাগানের আধিপত্য। একাধিক গোলের সুযোগ এলেও ব্যবধান বাড়ছিল না। এরপর বক্সের বাইরে থেকে গোলার মতো শটে ৪-০ করেন অনিরুদ্ধ থাপা। ৭০ মিনিটে নতুন ১০ নম্বর জার্সিধারী গ্রেগ স্টুয়ার্টকে (Greg Stewart) নামান মোলিনা। ৯০+১ মিনিটে গোল করে নিজের আগমনবার্তা ঘোষণা করে দিলেন তিনি। তার আগে অবশ্য নিজের দ্বিতীয় গোল করে নেন কামিংস।
দেখুন অন্য খবর: