কলকাতা: অনেকদিন ধরেই জল্পনা চলছিল অস্ট্রেলীয় স্ট্রাইকার জেমি ম্যাকলারেনকে নিয়ে। তিনি মোহনবাগানে কবে আসছেন, আদৌ আসছেন কি না, এত দেরি হচ্ছে কেন, ইত্যাদি নানাবিধ প্রশ্ন উঠছিল। এরমধ্যেই আচমকা নতুন কোচের ঘোষণা করে দিল বাগান ক্লাব কর্তৃপক্ষ। আন্তনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas) যুগ শেষ, মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) নতুন হেড কোচ হোসে ফ্রান্সিস্কো মোলিনা (Jose Francisco Molina)।
গত মরসুমে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (SFF) টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন মোলিনা। অতীতে অ্যাতলেটিকো দে কলকাতার কোচিং করিয়েছেন তিনি। ফলে ভারতীয় ফুটবল সম্পর্কে সম্যকভাবে অবহিত তিনি।
আরও পড়ুন: ইউরো জিততে না পারলে ইস্তফা দেবেন ইংল্যান্ড কোচ!
🚨🚨🚨OFFICIAL 🚨🚨🚨
We are delighted to announce the appointment of former Technical Director of Spain Football Federation, Jose Molina, as our new head coach for the upcoming season!#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #WelcomeMolina pic.twitter.com/hka22rBt1H
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) June 11, 2024
কিন্তু হাবাসের কী হল? তাঁকে কি ছাঁটাই করা হয়েছে? না। জানা গিয়েছে, শারীরিক সমস্যার কারণে সবুজ-মেরুনের হেড স্যর হতে চাননি তিনি। আইএসএলের গত মরসুমের শেষ দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন হাবাস। বেশ কিছু ম্যাচে ডাগ আউটে পাওয়া যায়নি তাঁকে। সহকারী কোচ ম্যানুয়েল পেরেজকে দায়িত্ব সামলাতে হয়। সম্ভবত সে কারণেই আর ঝুঁকি নেননি ৬৭ বছর বয়সি স্পেনীয় কোচ।
মোহনবাগানের মতো বড় এবং সফল ক্লাবের দায়িত্ব পেয়ে খুশি মোলিনা। তিনি বলেছেন, ‘‘মোহনবাগানের মতো ঐতিহ্যশালী ক্লাবের কোচ হতে পেরে সম্মানিত বোধ করছি। চেষ্টা করব ক্লাবকে আরও বেশি সাফল্য এনে দিতে। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে ধন্যবাদ।’’ প্রসঙ্গত, আসন্ন মরসুমে আইএসএল-এর (ISL) পাশাপাশি এএফসি চ্যাম্পিয়ন্স লিগের (AFC Champions League) মতো কঠিন টুর্নামেন্ট খেলবে বাগান ব্রিগেড। তাই দল আরও শক্তিশালী করা প্রয়োজন।
দেখুন অন্য খবর: