skip to content
Friday, October 4, 2024

skip to content
HomeScrollকামিংসের গোলে স্বস্তি, জয়ে ফিরল মোহনবাগান
Mohun Bagan SG

কামিংসের গোলে স্বস্তি, জয়ে ফিরল মোহনবাগান

আইএসএলে প্রথম গোল করলেন বাংলার দীপেন্দু

Follow Us :

কলকাতা: জয়ে ফিরল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। নর্থ ইস্ট ইউনাইটেডের (North East United) বিরুদ্ধে ডুরান্ড ফাইনালে হারের বদলাও নেওয়া হল। তবে এই জয় যতটা উচ্ছ্বাসের তার থেকে অনেক বেশি স্বস্তির। আজ ফের ড্রয়ের পরিস্থিতি তৈরি হয়েছিল। পরিবর্ত হিসেবে নেমে ম্যাচ জেতালেন জেসন কামিংস (Jason Cummings)। মোহনবাগান জিতল ৩-২ ফলে।

আইএসএলের জন্মলগ্ন থেকে যে নর্থ-ইস্টকে দেখা গিয়েছে, এই দলটা তার থেকে আলাদা। যে কোনও দলকে বেগ দেওয়ার ক্ষমতা রাখে হুয়ান পেদ্রো বেনালির (Juan Pedro Benali) দল। ম্যাচ শেষে বাগানের দ্বিতীয় গোল নিয়ে তুমুল অসন্তোষ প্রকাশ করলেন তিনি। বক্সের মধ্যে ভেসে আসা বলে হেড করেন টমাস অলড্রেড। নর্থ ইস্ট গোলকিপার ঠিকমতো বলটা ধরতে পারেননি। প্রায় তাঁর হাতের মধ্যে থাকা বল গোলে পাঠিয়ে দেন শুভাশিস বসু। বেনালির মতে, ওটা ফাউল হয়। টিভি রিপ্লেতে দেখে মনে হল পঞ্চাশ-পঞ্চাশ। রেফারি ফাউল দিলেও কিছু বলার ছিল না।

আরও পড়ুন: লা লিগায় তাণ্ডব চালাচ্ছে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা!

 

এদিন প্রথম গোল পাহাড়ি দলের। ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাসের হেডে সমতা ফেরায় বাগান। বঙ্গসন্তানের এটাই আইএসএলের প্রথম গোল। দুর্দান্ত কাউন্টার অ্যাটাকে ফের এগিয়ে যায় নর্থ ইস্ট। শুভাশিসের বিতর্কিত গোলে ফের সমতা ফেরে। ৮৭ মিনিটে সাহালের পাস থেকে চমৎকার ফিনিশ করে ম্যাচ জেতান কামিংস। এদিন মোহনবাগান জার্সিতে অভিষেক হল জেমি ম্যাকলারেনের। দিমিত্রি পেত্রাতসের জায়গায় ৭৮ মিনিটে তাঁকে নামালেন বাগান কোচ হোসে মোলিনা। তবে বলার মতো কিছু করতে পারেননি আজ।

দেখুন অন্য খবর:

 

RELATED ARTICLES

Most Popular