কলকাতা: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ (AFC Champions League 2) থেকে বাদ পড়ল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। ২ অক্টোবর ট্রাক্টর এফসির (Tractor FC) বিরুদ্ধে খেলতে ইরানের (Iran) তাব্রিজ শহরে যায়নি কলকাতার ক্লাব। তার শাস্তি হিসেবে টুর্নামেন্ট থেকেই তাদের ছেঁটে ফেলল এএফসি (AFC)। এক বিবৃতিতে তারা জানাল, ট্রাক্টর এফসি-র বিরুদ্ধে খেলতে যায়নি মোহনবাগান, তাই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-র ৫.২ ধারা অনুযায়ী এশিয়ান ফুটবল কনফেডারেশন মনে করছে মোহনবাগান নাম তুলে নিয়েছে।
এই মুহূর্তে যুদ্ধের পরিস্থিতি চলছে ইরানে। বাগানের বিদেশিরা যে যে দেশের নাগরিক, সেই সমস্ত দেশ তাঁদের ইরানে না যাওয়ার পরামর্শ দিয়েছে। ভারতও জরুরি কারণ ছাড়া মধ্যপ্রাচ্যের দেশটিতে যেতে বারণ করেছে। খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে চিন্তা প্রকাশ করে এএফসিকে ইমেল করেছিল মোহনবাগান। অনুরোধ করা হয়েছিল ওই ম্যাচ অন্য দিনে আয়োজন করার।
আরও পড়ুন: পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়ালেন হরমনপ্রীতেরা
কিন্তু এএফসি কোনও অনুরোধে কর্ণপাত করেনি। মোহনবাগানকে শুধু টুর্নামেন্ট থেকে বের করেই দেয়নি তারা, টুর্নামেন্ট থেকে তাদের সমস্ত কর্মকাণ্ড মুছে দেওয়া হয়েছে। রাভশান এফসির বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিলেন শুভাশিস বসুরা। সেই এক পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, বাগানের গ্রুপ এখন তিন দলের বলেই ধরে নেওয়া হচ্ছে। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সঞ্জীব গোয়েঙ্কার দল ফিফার দ্বারস্থ হয় কি না সেটাই দেখার।
দেখুন অন্য খবর: