কলকাতা: গত বছর ডুরান্ড কাপের (Durand Cup) ফাইনালে কলকাতা ডার্বি (Kolkata Derby) হয়েছিল। কিন্তু এবার তার কোনও সম্ভাবনা নেই। শিলং লাজংয়ের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। ওদিকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল মহমেডান। তাই বঙ্গ ফুটবলের ব্যাটন আপাতত শুধু মোহনবাগানের (Mohun Bagan SG) হাতে। শুক্রবার সেমিফাইনালে উঠতে পঞ্জাব এফসির (Punjab FC) মুখোমুখি তারা।
আরও পড়ুন: হল না ৯০ মিটার, লুসানে দ্বিতীয় স্থানে নীরজ চোপড়া
শুক্রবার বিকেল চারটের সময় জামশেদপুরের মাঠে খেলতে নামবেন শুভাশিস বসুরা। প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন বাগান কোচ হোসে মোলিনা (Jose Molina)। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, নকআউট ম্যাচে সামনে যে-ই থাকুক, জিততেই হবে। পঞ্জাবের দলটা ভাল। ডুরান্ড কাপে কেরালা, মুম্বইয়ের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে ভালোই খেলেছে, ওদের হারানো সহজ নয়। তবে নিজেদের নিয়েও বিশ্বাস রয়েছে। আশা করি ম্যাচটা জিতব এবং দর্শকদের আনন্দও দিতে পারব।
The hunt is on! ⚡️
We take on Punjab FC in Jamshedpur today afternoon for a place in the Durand Cup semis! Joy Mohun Bagan! ?♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/vf1WDIfZ01
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 23, 2024
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ পুলিশের অনুমতি প্রদানের পর দুই সেমিফাইনাল এবং ফাইনাল কলকাতায় ফেরানো হয়েছিল। কিন্তু ইস্টবেঙ্গল বিদায় নেওয়ায় একটি সেমিফাইনাল ফের অন্যত্র সরে গিয়েছে। নর্থইস্ট ইউনাইটেড বনাম শিলং লাজংয়ের সেই ম্যাচ ২৬ অগাস্ট শিলংয়ের জেএলএন স্টেডিয়ামে আয়োজিত হবে।
শুক্রবার যদি মোহনবাগানও বিদায় নেয় তবে দ্বিতীয় সেমিফাইনালও যুবভারতী থেকে সরে যেতে পারে। এমনকী ফাইনালও কলকাতার বাইরে হতে পারে। ডুরান্ড কর্তৃপক্ষ আপাতত আজকের ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে।