কলকাতা: আজ তাজিকিস্তানের ক্লাব এফসি রাভশানের (FC Ravshan) বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ (AFC Champions League 2) অভিযান শুরু করছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা তাই দর্শক সমর্থন তাদের সঙ্গে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ মানে প্রত্যেক প্রতিপক্ষই শক্তিশালী। তার উপর সবুজ-মেরুনের সাম্প্রতিক ফর্ম আদৌ ভালো নয়।
ডুরান্ড কাপ থেকে শুরু করে আইএসএল-এর প্রথম ম্যাচ, রক্ষণে দুর্বলতা চোখে পড়েছে মোহনবাগানের। গত শুক্রবার মুম্বই সিটির বিরুদ্ধে ২-০ এগিয়ে গিয়ে ২-২ ড্র করেছে তারা। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে তবু দলের রক্ষণকে ‘খারাপ’ বলতে রাজি নন কোচ হোসে মোলিনা (Jose Molina)। কিন্তু আচমকা পর্তুগিজ ডিফেন্ডার নুনো রেইসকে কেনার কারণ নিশ্চয়ই রক্ষণকে জোরদার করা। কিন্তু তিনি আজ খেলছেন না।
আরও পড়ুন: লিভারপুলের বড় জয়, জিতল রিয়াল মাদ্রিদও
The Asian Dream begins today! 🫡
We begin our #ACLTwo campaign today and we need all of your support! 💪
Be there at VYBK and be our 12th men! Joy Mohun Bagan! 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/nkh7H9axKb
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) September 18, 2024
মঙ্গলবার মোলিনা জানিয়েছেন, রাভশানের বিরুদ্ধে চোটের কারণে অনিশ্চিত আলবার্তো রদ্রিগেজ। তার মানে টম অলড্রেড খেলবেনই। রেইসের এখনও ভিসা হয়নি ফলে রক্ষণে একজনের বেশি বিদেশি পাওয়া যাবে না। তারকা স্ট্রাইকার জেমি ম্যাকলারেনেরও প্রথম এগারোয় থাকার সম্ভাবনা নেই বললেই চলে। সমস্ত অসুবিধা সত্ত্বেও মোহনবাগানকে আজ জিততেই হবে। ঘরের মাঠে হার এমনকী ড্র করলেও পরের রাউন্ডে যাওয়া মুশকিল হয়ে পড়বে।
বুধবার সন্ধে ৭.৩০টায় ম্যাচ শুরু। এএফসি প্রতিযোগিতার সম্প্রচারের দায়িত্বে থাকে স্পোর্টস ১৮ চ্যানেল। চ্যাম্পিয়ন্স লিগও তাদের সম্প্রচার করার কথা। কিন্তু মোহনবাগানের এই ম্যাচ এখনও তাদের চ্যানেলের সম্প্রচার সূচিতে আসেনি। তবে ফ্যান কোড অ্যাপের মাধ্যমে লাইভ স্ট্রিমিং দেখা যাবে।
দেখুন অন্য খবর: