skip to content
Friday, October 4, 2024

skip to content
HomeScrollগোল মিসের বন্যা, ড্র দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু বাগানের
AFC Champions League 2

গোল মিসের বন্যা, ড্র দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু বাগানের

কামিংস, পেত্রাতস, লিস্টনরা যেন এদিন গোল মিসের প্রতিযোগিতায় নামলেন

Follow Us :

কলকাতা: গোলশূন্য ড্র দিয়ে শুরু হল মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ (AFC Champions League 2) অভিযান। তিন-চারটে গোল করেই ফেলতে পারত হোসে মোলিনার (Jose Molina) দল। কিন্তু জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতস, লিস্টন কোলাসোরা যেন এদিন গোল মিসের প্রতিযোগিতায় নামলেন। যুবভারতী ক্রীড়াঙ্গন ফেরত সবুজ-মেরুন জনতার মুখে গোল মিস নিয়েই যাবতীয় আলোচনা।

প্রথমার্ধে জঘন্য ফুটবল খেলছিল দুই দলই। যেটুকু আক্রমণ তা ওই তাজিকিস্তানের ক্লাব এফসি রাভশানই (FC Ravshan) করছিল। দ্বিতীয়ার্ধে ছবিটা পাল্টায়। বিশেষ করে লিস্টন কোলাসো এবং গ্রেগ স্টুয়ার্ট নামার পর থেকে গোলমুখ খোলা শুরু করে মোহনবাগান। ম্যাচের বয়স যত বেড়েছে রাভশানের খেলোয়াড়েরা ক্লান্ত হয়েছেন, ফলে তৈরি হয়েছ ফাঁকফোকর। কিন্তু তার সুযোগ নিতে সম্পূর্ণ ব্যর্থ পেত্রাতসরা।

আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ কী হবে?

গোলকিপারকে একা পেয়ে চিপ করতে গিয়ে সুযোগ নষ্ট করলেন কামিংস। এরপর লিস্টন একই রকম ওয়ান ইস্টু ওয়ান সিচুয়েশনে বাইরে মারলেন। একেবারে শেষে সুবর্ণ সুযোগ নষ্ট করলেন বাগান জনতার আদরের দিমি। অস্ট্রেলীয় ফরোয়ার্ডকে কিন্তু আগের থেকে স্লথ লাগছে। কামিংসেরও একই অবস্থা।

মোলিনার কৌশল নিয়েও প্রশ্ন থাকছে। চ্যাম্পিয়ন্স লিগে যত ইচ্ছে বিদেশি খেলানো যেতে পারে। আলবার্তো রদ্রিগেজ এবং জেমি ম্যাকলারেনের না হয় চোট, কিন্তু স্টুয়ার্টকে ছাড়া কেন শুরু করলেন? আপুইয়াকে শুরু থেকে না খেলিয়ে দীপক টাংরিকে খেলানোর অর্থ বোঝা গেল না। হয়তো মোলিনার কোনও প্ল্যান ছিল কিন্তু কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধেই তো টিমের সেরা খেলোয়াড়দের দরকার।

RELATED ARTICLES

Most Popular