কলকাতা: আজ, শুক্রবার শুরু হচ্ছে আইএসএল ২০২৪-২৫ (ISL 2024-25) মরসুম। প্রথম ম্যাচেই মুখোমুখি গতবারের কাপ চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি (Mumbai City FC) এবং লিগ-শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। উদ্বোধনী ম্যাচ খেলা হবে যুবভারতী ক্রীড়াঙ্গনেই।
মোহনবাগানের বরাবরের শক্ত গাঁট মুম্বই। ১৫ এপ্রিল মুম্বইকে হারিয়ে লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল আন্তনিও লোপেজ হাবাসের দল। কিন্তু তার কিছুদিনের মধ্যেই কাপ ফাইনালে বদলা নেয় মুম্বই। মুখোমুখি পরিসংখ্যানেও সবুজ-মেরুন অনেক পিছিয়ে। ১০ বারের সাক্ষাতে জিতেছে মাত্র একবার, দুটি ম্যাচ ড্র এবং হেরেছে বাকি সাতটিতেই।
আরও পড়ুন: গ্রেটার নয়ডার মাঠ বেছেছিল আফগানিস্তানই
তবে এসব পরিসংখ্যান মাথায় রাখতে চাইছেন না বাগান কোচ হোসে মোলিনা (Jose Molina)। তাঁর দাবি, মুম্বইয়ের কোচ একই থাকলেও খেলোয়াড় বদল হয়েছে বেশ কিছু। তিনি নিজে এ মরসুমে হাল ধরেছেন, কাজেই অতীত নিয়ে তাঁর মাথাব্যথা নেই। মোলিনা বলেন, “আইএসএল ফাইনালের কোনও প্রভাব এ ম্যাচে পড়বে না, এ ম্যাচ সম্পূর্ণ আলাদা। আমাদের বাস্তবে থাকতে হবে। ভবিষ্যৎ ভালো করাই লক্ষ্য।”
সবুজ-মেরুন শিবিরে দুঃসংবাদ, তারকা স্ট্রাইকার জেমি ম্যাকলারেন (Jamie McLaren) এখনও সুস্থ হননি। বহু পয়সা খরচ করে কেনা হয়েছে তাঁকে। কিন্তু তাঁকে মাঠে দেখতে হলে সমর্থকদের এখনও অপেক্ষা করতে হবে। আপাতত দিমিত্রি পেত্রাতস এবং জেসন কামিংসের সঙ্গে প্রাক্তন মুম্বই ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট (Greg Stuart) মোলিনার বড় ভরসা। আপুইয়াকেও আজ তার প্রাক্তন দলের আক্রমণের ঝড় সামলানোর দায়িত্ব নিতে হবে।
আরও পড়ুন: