কলকাতা: ডুরান্ড কাপ (Durand Cup) ধরে রাখতে বদ্ধপরিকর মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। গত বছর ইস্টবেঙ্গলকে হারিয়ে এসেছিল ট্রফি। এ বছর ফাইনালে প্রতিপক্ষ নর্থ-ইস্ট ইউনাইটেড (North East United)। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে দর্শক সমর্থন পাবে সবুজ-মেরুন শিবির। তা সত্ত্বেও চাপে আছেন কোচ হোসে মোলিনা (Jose Molina)। বিশেষভাবে চিন্তায় রাখছে রক্ষণ।
কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল মিলিয়ে পাঁচ গোল খেয়েছে বাগান ব্রিগেড। তার উপর সেমিতে ম্যাচের শুরুতেই চোট পেয়ে বেরিয়ে যান অধিনায়ক শুভাশিস বসু (Shubhashis Bose)। ফলে রক্ষণ আরও দুর্বল হয়ে যায়। বেঙ্গালুরুর বিরুদ্ধে বেশ কয়েকবার গোল খাওয়ার পরিস্থিতি হয়েছিল। তবে মোলিনার স্বস্তি, অনুশীলনে ফিরেছেন শুভাশিস। শনিবার তাঁকে মাঠে দেখা যেতেই পারে।
আরও পড়ুন: ইউএস ওপেনে অঘটন, ছিটকে গেলেন আলকারাজ
Always together 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/CQb1AwmlLM
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 30, 2024
নক আউটের দুই ম্যাচেই টাইব্রেকারে জিতেছে মোহনবাগান। দু’ দিনই নায়ক হয়ে উঠেছেন গোলকিপার বিশাল কাইথ। কিন্তু টাইব্রেকার মানেই লটারি এবং ভাগ্য প্রতিদিন একই দলের সহায় হবে না। ফলে মেরিনারদের লক্ষ্য থাকবে নির্ধারিত সময়েই ম্যাচ জেতার। সেই রসদ অন্তত মোলিনার দলের আছে।
মাঝমাঠ থেকে আক্রমণ, তারকার ছড়াছড়ি। জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতসরা তো আছেনই, মনবীর সিং, লিস্টন কোলাসোরাও গোল করতে ওস্তাদ। সেমিফাইনালে মাঝমাঠের খেলোয়াড় অনিরুদ্ধ থাপাও বিশ্বমানের গোল করেছেন। এদিকে নর্থ-ইস্টকেও কিন্তু ডুরান্ড কাপে ভয়ঙ্কর দেখিয়েছে। বিশেষ করে দুই প্রান্ত ধরে তাদের আক্রমণ নজর কেড়েছে। সেদিকে নিশ্চয়ই খেয়াল রেখেছেন বাগান কোচ মোলিনা।