চেন্নাই: সম্ভবত এটাই মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) শেষ আইপিএল (IPL 2024)। হলুদ জার্সিতে তাঁকে আর একটি মরসুম খেলতে দেখার অপেক্ষায় চেন্নাই সুপার কিংসের (CSK) সমর্থকরা। ধোনির ক্যারিশমা এমনই, তিনি দেশের যে মাঠেই খেলতে যান, গ্যালারি তাঁকেই সমর্থন করে, ছেয়ে যায় হলুদ রংয়ের জার্সিতে। জানেন কি, এবার আইপিএলে আধ ডজন রেকর্ডের হাতছানি রয়েছে সিএসকে অধিনায়কের সামনে। জেনে নিন সেগুলো কী কী—
১) ধোনির বয়স ৪২ বছর। তিনি এবার মাঠে নামলেই আইপিএলের ইতিহাসে প্রবীণতম খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করবেন। আর এই রেকর্ড হবে ২২ মার্চ আইপিএল শুরুর দিনেই, সেদিন বিরাট কোহলির (Virat Kohli) আরসিবির (RCB) বিরুদ্ধে খেলা সিএসকের।
২) আইপিএলে ২০০ শিকার কোনও উইকেটকিপারের নেই। আসন্ন টুর্নামেন্টে ক্যাচ এবং স্টাম্পিং মিলিয়ে ১৪টি আউট করলেই এই কীর্তির মালিক হবেন ধোনি।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগ শেষ আটে সিটি বনাম রিয়াল, আর্সেনাল বনাম বায়ার্ন
৩) ব্যাট হাতেও রয়েছে রেকর্ডের হাতছানি। আর মাত্র ৪৩ রান করলে আইপিএলে ৫০০০ রান পূর্ণ করবেন তিনি। ৩৮.৭২ গড়ে এখনও ৪৯৫৭ রান করেছেন মাহি।
৪) আইপিএলে ২৫০ বা তার বেশি ছয় মারার রেকর্ডের অধিকারী এখন পর্যন্ত তিনজন—ক্রিস গেইল (৩৫৭), রোহিত শর্মা (২৫৭) এবং এবি ডি ভিলিয়ার্স (২৫১)। ২৫০-র ক্লাবে চতুর্থ ব্যাটার হিসেবে ঢুকতে ধোনির চাই আর ১১টি ছক্কা। আশা করা যায় খুব শিগিগিরই অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাবেন তিনি।
৫) চেন্নাইয়ের ঘরের মাঠ চিদম্বরম স্টেডিয়ামে ধোনির ১৫০০ রানের মাইলস্টোন খুবই কাছে। এই মাঠে ৫৫টি ইনিংসে ১৪৪৫ রান করেছেন তিনি, আর চাই মাত্র ৫৫ রান।
৬) আইপিএল এবং চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে চেন্নাইয়ের হলুদ জার্সি গায়ে ২৪৪টি ম্যাচ খেলেছেন ধোনি। আর ছ’টি ম্যাচ খেললেই প্রথম সিএসকে ক্রিকেটার হিসেবে ২৫০ ম্যাচ খেলে ফেলবেন তিনি।
দেখুন অন্য খবর: