মুম্বই: নতুন বছরের প্রথমেই বিতর্কে মহেন্দ্র সিং ধোনি। হুঁকোয় টান দিয়েছেন মাহি। তাঁর ধূমপানের ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল! একজন ভারত অধিনায়কের এহেন আচরণ মেনে নিতে পারেনি এক বিরাট অংশের ক্রিকেট অনুরাগী।
এক প্রাইভেট পার্টিতে হুঁকোয় টান দিতে দেখা যায় মহেন্দ্র সিং ধোনিকে। সেই পার্টিতে হাজির ছিলেন কৃতি স্যানোন এবং ঋষভ পন্থরাও। নিউ ইয়ার পার্টিতে এমন ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
রাইজিং পুনে জায়ান্টসে খেলার সময় ধোনির সঙ্গে এক ড্রেসিংরুম শেয়ার করেছিলেন জর্জ বেইলি। সেই বেইলি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ধোনি মাঝেমাঝে ধূমপান করে। হুঁকো ওর পছন্দ। নিজের ঘরে মাঝেমাঝে হুঁকোয় টান দেন। বিষয়টা লুকিয়ে রাখার চেষ্টাও করেন না।’ তবে ধোনি নিয়মিত ধূমপান করেন না বলে জানিয়েছিলেন বেইলি।
উল্লেখ্য, ফিটনেসের ব্যাপারে বেশ সজাগ মহেন্দ্র সিং ধোনি। গতবার ধোনির নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। এবারও আইপিএলে সিএসকে-কে নেতৃত্ব দেবেন এমএসডি।
আরও খবর দেখতে ক্লিক করুন: