কলকাতা: দলীপ ট্রফিতে অবিশ্বাস্য ইনিংস খেললেন সরফরাজ খানের (Sarfaraz Khan) ভাই মুশির (Musheer Khan)। ৯৪ রানে সাত উইকেট পড়ে গিয়েছিল ইন্ডিয়া বি-র। সেখান থেকে নভদীপ সাইনিকে (Navdeep Saini) নিয়ে প্রতিরোধ গড়লেন। ২০৫ বলে নিজের শতরান পূর্ণ করলেন মুশির। প্যাভিলিয়ন থেকে ভাইয়ের কৃতিত্বে হাততালি দিলেন উচ্ছ্বসিত, গর্বিত দাদা সরফরাজ। ৯৭/৭ থেকে ইন্ডিয়া বি এখন ২০২/৭ স্কোরে দিনের শেষ করল ইন্ডিয়া বি। শতরানের পার্টনারশিপও পূর্ণ করেছে মুশির-নভদীপ জুটি। ৬৭ বলে ২৫ রানে অপরাজিত আছেন নভদীপ।
‘এ’ দলের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) অন্য দিকে ‘বি’ দলের অধিনায়ক বাংলার অভিমন্যু ঈশ্বরন। টসে জিতে বোলিং নেন গিল এবং দ্রুতই বোঝা যায়, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মাত্র ৯৪ রানে সাত উইকেট পড়ে গিয়েছিল বি দলের। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন পন্থ। আকাশ দীপের বলে তাঁর মাথার উপর দিয়ে বাউন্ডারি মারতে গিয়েছিলেন তিনি। ব্যাটের মাঝখানে না লাগায় তা আকাশে উঠে যায়। মিড অফে দাঁড়ানো গিল বেশ কয়েক গজ দৌড়ে দুরন্ত ক্যাচ নেন। পন্থ ফিরে যান মাত্র ৭ রান করে।
আরও পড়ুন: অবসরের পর কী করবেন, খোলসা করলেন স্টোকস
অন্য খেলায় ইন্ডিয়া ডি-কে মাত্র ১৬৪ রান অলআউট করে দিয়েছে ইন্ডিয়া সি। তিন উইকেট নিয়েছেন বিশাখ বিজয় কুমার। দুটি করে অনশুল কম্বোজ এবং হিমাংশু মনোজ চৌহান। একা ডি-এর হয়ে একা অক্ষর প্যাটেল লড়লেন, করলেন ৮৬ রান। অধিনায়ক শ্রেয়স আইয়ার ৯ রানে প্যাভিলিয়নে ফেরেন। ব্যাট করতে নেমে ৮৫ রানে চার উইকেট হারিয়েছে ইন্ডিয়া সি। তাদের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় পাঁচ রানে আউট।
দেখুন অন্য খবর: