
কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ব্রিসবেন টেস্ট ড্র হওয়ার পরেই অবসর ঘোষণা করে দিয়েছেন তিনি। ভারতীয় অফস্পিনারকে যথোচিত শ্রদ্ধা জানালেন অস্ট্রেলিয়ান অফস্পিনার নাথান লায়ন (Nathan Lyon)। তিনি জানালেন, অশ্বিনের সঙ্গে তাঁর মতানৈক্য থাকতে পারে, তবে দিনের শেষে তাঁর প্রতি শ্রদ্ধাই রয়েছে।
লায়ন বলেন, “এতগুলো বছর ধরে অশ্বিন যেভাবে মাঠ ও মাঠের বাইরে নিজেকে ধরে রেখেছেন, ওঁর যে পরিমাণ দক্ষতা আছে তাতে, ওঁর জন্য শুধুই শ্রদ্ধা। আলাদা আলাদা বিষয়ে আমাদের মতামত আলাদা, এর মধ্যে কোনও সঠিক আর বেঠিক নেই। অশ্বিনের মতো বোলারের সঙ্গে কথাবার্তা বলা দারুণ ব্যাপার।” টেস্ট ক্রিকেটে অশ্বিনের থেকে চার উইকেট পিছনে রয়েছেন লায়ন। ভারতীয় স্পিনার অবসর নেওয়ায় অজি স্পিনারের তাঁকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে।
আরও পড়ুন: ব্রিসবেনে ড্রয়ে WTC ফাইনালের সমীকরণ কী হল?
প্রসঙ্গত, বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) মাঝপথে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অশ্বিন। আজকের পর থেকে তাঁকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যাবে না, কারণ একইসঙ্গে তিন ধরনের ক্রিকেট থেকেই বিদায় নিয়েছেন তিনি। ৩৮ বছরের অশ্বিন জানালেন, এখনও তাঁর মধ্যে ‘পাঞ্চ’ আছে, কিন্তু তা ক্লাব ক্রিকেটের জন্য বাঁচিয়ে রাখছেন।
ব্রিসবেন টেস্ট ড্র হওয়ার পর অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে সাংবাদিক বৈঠকে আসেন অশ্বিন। তখনও বোঝা যায়নি, এত বড় সিদ্ধান্তের কথা জানাবেন। অফস্পিনার বলেন, “আমি বেশি সময় নেব না, আজ ভারতীয় ক্রিকেটার হিসেবে আমার শেষ দিন… আমার মধ্যে এখনও কিছুটা পাঞ্চ বাকি আছে, তবে তা আমি ক্লাব ক্রিকেটে দেখাতে চাই।”
দেখুন অন্য খবর: