প্যারিস: প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) সোনা জয়ের জন্য ১৪০ কোটি ভারতবাসী একজনের উপরেই আস্থা রেখে বসে আছে— নীরজ চোপড়া (Neeraj Chopra)। টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী জ্যাভেলিন থ্রোয়ার শুরুটা করলেন প্রত্যাশা মতোই। প্রথম থ্রোতেই ফাইনালের যোগ্যতা অর্জন করলেন। তাও আবার এই মরসুমে তাঁর সেরা ৮৯.৩৪ মিটার দূরে বর্শা ছুড়ে। মঙ্গলবার স্তাদে দে ফ্রান্সে (Stade de France) মাত্র ১০ মিনিট কাটাতে হল তাঁকে। ১০ মিনিটেই কেল্লা ফতে।
যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ বি-তে জার্মান জ্যাভেলিন থ্রোয়ার জুলিয়ান ওয়েবার (Julian Weber) ৮৭.৭৬ মিটার দূরে বর্শা ছোড়েন। নীরজের থ্রোয়ের আগে পর্যন্ত সেটাই ছিল সবথেকে ভালো পারফরম্যান্স। এরপর গ্রু এ থেকে ভারতের সোনার ছেলে ৮৯.৩৪ মিটার দূরে বর্শা ফেলেন। বাকিদের স্পষ্ট বার্তা দিয়ে রাখলেন, তিনি তৈরি হয়েই এসেছেন।
আরও পড়ুন: প্যারিসে অঘটন, বিশ্বসেরাকে হারালেন বিনেশ ফোগট!
এদিকে প্যারিস অলিম্পিক্সের অন্যতম সেরা অঘটন ঘটালেন ভারতের তারকা কুস্তিগির বিনেশ ফোগট (Vinesh Phogat)। টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী এবং বিশ্বের এক নম্বর মহিলা কুস্তিগির জাপানের ইউই সুসাকিকে (Yui Susaki) হারিয়ে দিয়েছেন বিনেশ। মেয়েদের ৫০ কেজি ক্যাটেগরিতে সুসাকিকে ৩-২ হারিয়েছেন ভারতীয় কুস্তিগির। এই জয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন তিনি।
টোকিও অলিম্পিক্সে একটাও পয়েন্ট না খুইয়ে সোনা জিতেছিলেন জাপানি কুস্তিগির সুসাকি। তাঁর গোটা কেরিয়ারে হেরেছেন মাত্র তিনটি ম্যাচ। চতুর্থ হারের স্বাদ পেতে হলে বিনেশের কাছে।