প্যারিস: রাজনীতি থেকে ক্রিকেট ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই যেন যুদ্ধ যুদ্ধ ভাব, উত্তেজনার পরিস্থিতি। কিন্তু দুই দেশের চিরকালীন দ্বন্দ্ব যেন এক কথায় উড়িয়ে দিলেন নীরজ চোপড়ার (Neeraj Chopra) মা। তিনি সটান বলে দিলেন, আর্শাদ নাদিমও (Arshad Nadeem) আমাদেরই ছেলে।
বৃহস্পতিবার রাতে জ্যাভেলিন থ্রোয়ে রুপো জিতেছেন নীরজ। অলিম্পিক্সের মঞ্চে রেকর্ড দূরত্বে বর্শা ছুড়ে সোনা জিতে নেন পাকিস্তানের আর্শাদ নাদিম। নীরজের মা সরোজ দেবীকে প্রশ্ন করেন, সোনা জিততে না পারায় তাঁর খারাপ লাগছে কি না। সরোজ দেবী হরিয়ানভি হিন্দিতে পরিষ্কার বলেন, একদমই না, আমাদের তো রুপোও সোনার মতোই লাগছে। যে সোনা জিতেছে সেও আমাদের ছেলে। সেও পরিশ্রম করে জিতেছে।
আরও পড়ুন: ক্রিকেট রোমান্টিকতা এবং বুদ্ধদেব ভট্টাচার্য
Neeraj Chopra’s mother: “We’re very happy with the silver. The one who won the gold is also our boy”
Neeraj and Arshad share an incredible bond. This is how a rivalry should be – healthy and competitive devoid of any jingoist toxicity. pic.twitter.com/syFmrJgLjh
— Saif (@isaifpatel) August 8, 2024
বৃহস্পতিবার রাতে ছয়বারের প্রচেষ্টার মধ্যে মাত্র একটিই বৈধ হয়েছিল টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী নীরজের। সেই থ্রোয়ে ৮৯.৪৫ মিটার দূরে বর্শা ছোড়েন তিনি। এই দূরত্ব তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ হলেও তাতে সোনা আসেনি। কারণ অলিম্পিক্সের মঞ্চে রেকর্ড ৯২.৯৭ মিটার দূরে বর্শা ছোড়েন পাক অ্যাথলিট। সেটাই ছিল তাঁর প্রথম থ্রো। আরও একবার ৯০ মিটার পার করেন নাদিম।
ভারত-পাকিস্তান বৈরিতার মধ্যে ব্যতিক্রম নীরজ-নাদিম বন্ধুত্ব। এমনকী একে অপরকে ভাই বলে সম্বোধন করেন তাঁরা। অতীতে বহুবার নাদিমের মুক্তকণ্ঠে প্রশংসা করতে শোনা গিয়েছে নীরজকে। সৌহার্দ্যের পাঠ যে মায়ের থেকেই পেয়েছেন তিনি, তাতে কোনও সন্দেহ নেই।