কলকাতা: সেমিফাইনালের বার্থ পাকা করতে আজ তুরস্কের বিরুদ্ধে খেলবে নেদারল্যান্ডস (Netherlands)। এ ম্যাচে তারা ফেভারিট তাতে কোনও সন্দেহ নেই। তবে অস্ট্রিয়ার বিরুদ্ধে তুরস্ক (Türkiye) দেখিয়ে দিয়েছে, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে তারা প্রস্তুত। তাদের গোলকিপার মের্ট গুনক (Mert Gunok) অস্ট্রিয়া ম্যাচের শেষের দিকে যে সেভ করেছিলেন তা এই টুর্নামেন্টের সেরা।
ডাচদের হয়ে অসাধারণ ফর্মে আছেন লিভারপুলের ফরোয়ার্ড কোডি গাকপো (Codi Gakpo)। কাতার বিশ্বকাপে তাঁর খেলা দেখে কিনেছিল লিভারপুল, তবে এ মরসুমে দারুণ কিছু করতে পারেননি। কিন্তু কমলা জার্সিতে ফিরেই দের জাদু দেখাচ্ছেন, রোমানিয়ার বিরুদ্ধে গোলার মতো শটে গোল করেছেন, সহ খেলোয়াড়কে গোলের পাসও দিয়েছেন।
আরও পড়ুন: সুইসদের বিরুদ্ধে আজ ইংল্যান্ডের বড় পরীক্ষা
তুরস্কের দুর্ভাগ্য, অস্ট্রিয়া ম্যাচে জোড়া গোল করা মেরিহ ডেমিরাল (Merih Demiral) খেলতে পারবেন না। বিতর্কিত সেলিব্রেশনের জেরে দুই ম্যাচ নির্বাসিত হয়েছেন তিনি। গোল করে দুই হাতে এক অদ্ভুত মুদ্রা করেছিলেন তিনি। ওই মুদ্রা তুরস্কের এক উগ্র জাতীয়তাবাদী সংগঠন উলকু ওকাকলারি-র সঙ্গে সম্পর্কিত বলে তদন্তে জানতে পেরেছে উয়েফা। আজ তুরস্ক জিতলে সেমিফাইনালে ইংল্যান্ড কিংবা সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারবেন না।
প্রসঙ্গত, এই দুই দল এখনও অবধি মুখোমুখি হয়েছে ১৫ বার। নেদারল্যান্ডস জিতেছে ছ’বার, তুরস্ক চারবার এবং ড্র চারবার। তবে এই প্রথমবার কোনও বড় টুর্নামেন্টে একে অপরের সামনে।
দেখুন অন্য খবর: