Placeholder canvas
HomeIPL 2024ভারত থেকে সুন্দর স্মৃতি নিয়ে ফিরছেন ডাচরা  

ভারত থেকে সুন্দর স্মৃতি নিয়ে ফিরছেন ডাচরা  

বেঙ্গালুরু: ফার্স্ট বয় এবং লাস্ট বয়ের লড়াইয়ে কী হবে মোটামুটি জানাই ছিল। ভারতের কাছে ১৬০ রানে হেরেছে নেদারল্যান্ডস (Netherlands)। এবার তাদের দেশে ফেরার পালা। লিগ টেবিলের একেবারে নীচে শেষ করলেও যথেষ্ট প্রশংসা প্রাপ্য স্কট এডওয়ার্ডসদের (Scott Edwards)। প্রথমত, ভারতের ৪১০ রানের টার্গেট তাড়া করতে গিয়ে অতিরঞ্জিত কিছু করার চেষ্টা করেনি ডাচরা। বরং নিজেদের সাধ্য অনুযায়ী খেলেছে।

নেদারল্যান্ডস টেবিলের তলায় রয়েছে রান রেটের কারণে। বাংলাদেশ (Bangladesh) এবং শ্রীলঙ্কার (Sri Lanka) মতোই দুটো করে ম্যাচ জিতে চার পয়েন্ট পেয়েছে তারা। শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছিল ডাচরা। এরপর বাংলাদেশকে ৮৭ রানে হারিয়ে দেয়। গোটা বিশ্বকাপেই ডাচদের অসাধারণ ফিল্ডিং চোখে পড়েছে। তাদের দেখে শিখতে পারে পাকিস্তান এবং বাংলাদেশ।

আরও পড়ুন: ৯ এ ৯, বোলিং প্র্যাক্টিস এবং ১৬০ রানে জয় ভারতের

 

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

শেষ ম্যাচে হেরে বিদায় নিলেও ভারত থেকে সুন্দর স্মৃতি নিয়ে ফিরলেন নেদারল্যান্ডসের ক্রিকেটাররা। রুলফ ভ্যান ডার মারওয়াকে (Roelof van der Merwe) নিজের জার্সি উপহার দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। চিন্নাস্বামী স্টেডিয়ামে দর্শকদের, সমর্থকদের অভিবাদন নিলেন ডাচরা। কারও কারও আবেগে চোখ থেকে জল বেরিয়ে এল। আইসিসির (ICC) তরফে একটা ছোট্ট ভিডিও পোস্ট করে ডাচ দলকে বলা হল, “ওয়েল প্লেড”। খাতায় কলমে বিশ্বকাপের সবথেকে দুর্বল দল কিন্তু সত্যি ভালো খেলেছে। আইসিসির ওই পোস্টে একজন লিখেছেন, নেদারল্যান্ডস আসলে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার থেকে ভালো খেলেছে।

Stadium Bulletin | সেমিফাইনাল কি ভারতের কাছে বদলার ম্যাচ?

RELATED ARTICLES

Most Popular

Recent Comments