নয়াদিল্লি: অধিনায়ক সূর্যকুমার যাদব যখন আউট হলেন, একটু বেকায়দায় পড়েছিল ভারত। ৪১ রানে তিন উইকেট তখন, রান রেট সাতের একটু বেশি। সূর্য এবং সঞ্জু স্যামসন যে কায়দায় আউট হলেন, মনে হল ফিরোজ শাহ কোটলা, থুড়ি, অরুণ জেটলি স্টেডিয়ামে বল থমকাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ভোজবাজির মতো খেলা বদলে গেল। বদলালেন নীতীশ কুমার রেড্ডি এবং রিঙ্কু সিং।
আরও পড়ুন: তিন দিনে উঠল ১০৪৮ রান, মুলতানের পিচ নিয়ে বিতর্ক
নীতীশ তো ছক্কার বন্যা বইয়ে দিলেন। ৩৪ বলে ৭৪ রানের বিস্ফোরক ইনিংস খেললেন। তাঁর ব্যাট থেকে সাতবার বল গ্যালারিতে আছড়ে পড়ল। অধিনায়ক থেকে হেড কোচ, প্রত্যেকে উপভোগ করলেন নীতীশ ঝড়। নীতীশের সংহার মূর্তি দেখে কিছুটা সামলে গেলেন রিঙ্কু। তারপর সময় মতো ব্যাট চালালেন। কেকেআর ব্যাটারকে দেখে কখনও মনে হয়নি তাড়াহুড়োয় আছেন, তবু ২৯ বলে ৫৩ করলেন।
Rinku Singh departs after a solid knock of 53 off just 29 deliveries.
Watch his half-century moment here 👇👇
Live – https://t.co/Otw9CpO67y…… #INDvBAN@IDFCFIRSTBank pic.twitter.com/oWII6THYjt
— BCCI (@BCCI) October 9, 2024
শেষদিকে ঝড় তুললেন দুরন্ত ফর্মে থাকা হার্দিক পান্ডিয়া। ১৯ বলে ৩২ করলেন তিনি। ৬ বলে ১৫ রানের ক্যামিও খেললেন রিয়ান পরাগ। ইনিংসের শেষ ওভারে হার্দিক সহ তিনটি উইকেট পড়ল। রান এল মাত্র ৮, পুরো ওভারটা নন স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে রইলেন। তাও ২০ ওভারে ২২১ করল ভারত। বাংলাদেশের হয়ে একা নজর কাড়লেন তাসকিন আহমেদ। চার ওভারে মাত্র ১৬ রান দিয়ে দুই উইকেন নেন তিনি। বাকি সব বোলাররা প্রচুর ঠাঙানি খেলেন।
দেখুন অন্য খবর: