কলকাতা: শুক্রবার আইসিসির (ICC) বৈঠকের পরেও চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) নিয়ে কোনও রফাসূত্র বেরল না। ভারতীয় সময় বিকেল ৪টেয় শুরু হওয়া এই বৈঠকে যোগ দিয়েছিল আইসিসির ১২টি পূর্ণসদস্য দেশ, তিনটি অ্যাসোসিয়েট দেশ এবং একজন আইসিসি চেয়ারপার্সন। ফলে মোট ১৬ জন ভোটিং সদস্য উপস্থিত ছিলেন।
এদিনের বৈঠক ছিল সংক্ষিপ্ত, আগামী কয়েকদিন ধরে আরও আলোচনা এবং ভোটাভুটির মাধ্যমে নির্ধারণ হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য। শোনা যাচ্ছে, ওই সংক্ষিপ্ত বৈঠকেই নিজেদের অবস্থান আরও একবার স্পষ্ট করে দিয়েছে পাকিস্তান (Pakistan)। তারা হাইব্রিড মডেলে রাজি নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রত্যেক ম্যাচ নিজেদের দেশেই আয়োজন করতে চায় তারা।
আরও পড়ুন: ভারত-অস্ট্রেলিয়াকে ছিটকে দেবে দঃ আফ্রিকা-নিউজিল্যান্ড!
প্রসঙ্গত, ২০২১ সালেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পাকিস্তানকে দেয়। সেই অনুযায়ী এ বছরের গোড়া থেকে দেশের তিনটি স্টেডিয়াম সংস্কার শুরু করে তারা। ওয়াঘা সীমান্তের কাছে লাহোরের (Lahore) গদ্দাফি স্টেডিয়ামে ভারতকে খেলানোর প্রস্তুতি নিচ্ছিল পিসিবি (PCB)। কিন্তু বিসিসিআই (BCCI) স্পষ্ট জানিয়ে দিয়েছে, পাকিস্তানে খেলতে যাওয়ার প্রশ্নই নেই।
একদিকে ভারত যেমন পাকিস্তানে না যাওয়া নিয়ে অনড়, পাকিস্তানও এবার নিজেদের অবস্থান থেকে সরছে না। ২০২৩ সালের এশিয়া কাপের সময়েও এই দ্বন্দ্ব শুরু হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ভারতের চাপের কাছে নতিস্বীকার করতে বাধ্য হয় পিসিবি। টুর্নামেন্টের কিছুটা পাকিস্তান এবং কিছুটা শ্রীলঙ্কায় আয়োজন করা হয়েছিল।