কলকাতা: বুধবার থেকে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা (Sri Lanka)। সম্প্রতি ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজ জিতেছে লঙ্কানরা। এই ফলাফলের পর যথেষ্ট আত্মবিশ্বাসী তারা, আত্মবিশ্বাসী হেড কোচ সনথ জয়সূর্যও (Sanath Jayasuriya)। লাল বলের খেলায় ইংল্যান্ড মানেই অবধারিতভাবে এসে পড়ে তাদের ‘বাজবল’ ক্রিকেট (Bazball Cricket)। তবে জয়সূর্য এ নিয়ে খুব একটা চিন্তিত নন। বরং তিনি বলে দিলেন, বাজবল নতুন কিছু নয়, এই কায়দায় এর আগে খেলেছেন ম্যাথিউ হেডেন (Matthew Hayden), অ্যাডাম গিলক্রিস্ট (Adam Gilchrist)।
অবশ্য ইংল্যান্ডের ওপেনাররা প্রথম ১০ ওভারে যে নজিরবিহীনভাবে বোলারদের আক্রমণ করেন তা স্বীকার করেছেন শ্রীলঙ্কান কোচ। তিনি বলেন, “সময় অনুযায়ী বিভিন্ন ধরনের খেলা দেখতে পাওয়া যায়। ম্যাথিউ হেডেন, অ্যাডাম গিলক্রিস্টও আমাদের সময়ে এরকম খেলত। অতীতে যা দেখেছি তার মতোই এই খেলা। তবে এটাকে নতুন বলে আখ্যা দিয়ে প্রচার চলেছে। ওরা (ইংল্যান্ড) প্রথম থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলার চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত লক্ষ্য সেই ৩০০ থেকে ৪০০ রান।”
আরও পড়ুন: ভারতের হয়ে কবে ফিরবেন মহম্মদ শামি?
জয়সূর্য আরও বলেন, “আমার মনে হয় সবথেকে চাপ থাকবে প্রথম ১০ ওভারে। যদি অতীত দেখা হয়, ওরা প্রথম ১০ ওভারে আক্রমণ করে এবং দ্রুত রান তোলে। তা আটকাতে আমাদের পরিকল্পনা আছে এবং আমরা জানি ওরা এভাবেই খেলে। আমাদের সঠিক জায়গায় বল ফেলতে হবে। যদি ওরা ভালো বলেও মেরে তাহলে ঠিক আছে।”
দেখুন অন্য খবর: