কলকাতা: ঐতিহাসিক স্যেন নদীতে অলিম্পিক্সের উদ্বোধন হল শুক্রবার। স্টেডিয়াম ছাড়াও যে অন্যত্র উদ্বোধন করা যায়, প্যারিস তা দেখিয়ে দিল। স্যেন নদীর তীরে বসে সেই জমকালো উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করলেন অনেকেই।
অনেকেই প্রশ্ন তুলছিল, এখানে এত রাজনৈতিক টানাপড়েন, সদ্য নির্বাচন হয়েছে, একক ভাবে কেউ সরকার গড়তে পারছে না। জঙ্গিহানার হুমকি এমনকী অলিম্পিক্সের মধ্যে রক্তগঙ্গা বইয়ে দেওয়া হবে, যেমন ২০১৫ সালের সেই ভয়ঙ্কর হামলায় বিধ্বস্ত হয়েছিল ফ্রান্স। এই আবহের মধ্যে দাঁড়িয়ে প্রেসিডেন্ট এমানুয়েল মাকরঁ এবং প্যারিস শহরের মেয়র অ্যানি ইরালগো তাঁদের সংকল্পে অনড় থেকেছেন। সারা বিশ্বের চাপের কাছে নতিস্বীকার না করে স্যেন নদীতে খোলা আকাশের নীচে উদ্বোধনী অনুষ্ঠান করে দেখিয়ে দেব, জঙ্গিদের হুমকিতে পৃথিবী চলে না। চলে মনুষ্যজাতির ইচ্ছায়। আর সেই ইচ্ছা হল।
আরও পড়ুন: চার তলা বাড়ি ভেঙে বিপত্তি নভি মুম্বইয়ে, চলছে উদ্ধারকাজ
শুক্রবার সকাল থেকে বৃষ্টি হচ্ছিল প্যারিসে। উদ্বোধনী অনুষ্ঠান শুরু আগে তা আরও বেড়ে যায়। ভারতীয় সময় রাত পৌনে একটা নাগাদও কাউকে রণে ভঙ্গ দিতে দেখছি না। অলিম্পিক্সের কয়েকজন ভলিন্টিয়ারকে দেখলাম ছুটে ছুটে রেনকোটের মতো পাতলা প্লাস্টিক বিতরণ করছেন। আর তাই মাথায় দিয়ে সকলে বসে স্যেন নদীর তীরে এই অভিনব সন্ধ্যা উপভোগ করছেন। বোট নিয়ে নদীবক্ষে মার্চপাস্ট। বোটে করে এল ভারতীয় দল। দুই পতাকাবাহক পি ভি সিন্ধু এবং শরৎ কমল হাত নাড়ছেন। উচ্ছ্বসিত বাকিরাও।