প্যারিস: প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) পদক আনতে টেবিল টেনিস (Table Tennis) খেলোয়াড়রা বড় ভরসা। বিশেষ করে পুরুষ দলের অধিনায়ক শরত কমল (Sharath Kamal) এবং মেয়েদের অধিনায়ক মনিকা বাত্রাকে (Manika Batra) নিয়ে আশাবাদী হওয়াই যায়। দু’দিন আগে মনিকা নিজেই জানিয়েছিলেন, পোডিয়ামে থাকতে পারাই চূড়ান্ত লক্ষ্য। সেই লক্ষ্যে তাঁর প্রথম বাধা গ্রেট ব্রিটেনের (GBR) অ্যানা হার্সি। এদিকে ২৭ জুলাই শরত কমল প্রথম রাউন্ডে খেলবেন স্লোভেনিয়ার ডেনি কোজুলের বিরুদ্ধে।
আরও পড়ুন: রিয়াল, বায়ার্ন, সিটির থেকে বেশি ট্রফি একা মেসির!
এবারের অলিম্পিক্সে ১৮তম বাছাই হয়েছেন বাত্রা। টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2021) প্রথম ভারতীয় মহিলা হিসেবে সিঙ্গলসে রাউন্ড অফ ৩২-এ পৌঁছন তিনি। মহিলা দলের আর এক সদস্য শ্রীজা আকুলা ১৬ নম্বর বাছাই হয়েছেন, প্রথম রাউন্ডে তাঁর প্রতিপক্ষ সুইডেনের ক্রিস্টিনা কালবার্গ। পুরুষ দলের সদস্য হরমিত দেশাই জর্ডানের আবো ইয়ামানের বিরুদ্ধে খেলবেন।
দলগত লড়াইয়েও ভারতের পুরুষ ও মহিলা দলের প্রতিপক্ষ ঘোষণা হয়ে গিয়েছে। পুরুষ দল খেলবে প্রবল শক্তিশালী চীনের বিরুদ্ধে। টেবিল টেনিসে দলগত ইভেন্ট শুরু হয়েছিল ২০০৮ সালের বেজিং অলিম্পিক্সে। সেই থেকে প্রত্যেকবার এই ইভেন্টে সোনা জিতে চলেছে তারা। কাজেই শরত কমলদের লড়াই কঠিন। অন্যদিকে মনিকা বাত্রাদের বিপরীতে চতুর্থ বাছাই রোমানিয়া।