সিডনি: অনবদ্য লড়াই করল পাকিস্তান (Pakistan)। ৯৬ রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল, অধিনায়ক শান মাসুদ (Shan Masood) আউট। বাবর আজম (Babar Azam) তো অনেক আগেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। সেখান থেকে পাল্টা লড়াই দিলেন মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। সঙ্গে পেলেন সলমন আলি আগাকে। রিজওয়ান ১০৩ বলে ৮৮ করে ফিরে যান। সলমন আলি করেন ৫৩। তবে দিনের নায়ক নয় নম্বরে নামা আমির জামাল (Aamer Jamal)।
দশম উইকেটে এগারো নম্বর ব্যাটারকে আগলে ৯৭ বলে ৮২ রানের দুরন্ত ইনিংস খেললেন আমির। এই ৮২ যে কোনও সেঞ্চুরির মতোই দামি। শুধু টিকে থাকা নয়, অজি বোলারদের রীতিমতো আক্রমণ করে খেললেন সবে কেরিয়ারের তৃতীয় টেস্ট খেলা আমির। তিনজনের মিলিত প্রচেষ্টায় পাকিস্তান ৩১৩ করে ফেলল।
আরও পড়ুন: কখন কোথায় দেখবেন ভারতের সম্মান বাঁচানোর ম্যাচ?
At tea, Pakistan are 199-6 ?@iMRizwanPak and @SalmanAliAgha1 stitched an impressive 94-run stand in the second session ?#AUSvPAK pic.twitter.com/AyDWLPcIlk
— Pakistan Cricket (@TheRealPCB) January 3, 2024
এদিন ফের ব্যর্থ পাক ওপেনাররা। আবদুল্লা শফিক এবং সাইম আয়ুব, দু’জনেই শূন্য রানে আউট হন। কিছুক্ষণ প্যাট কামিন্সের (Pat Cummins) বলে এলবিডব্লু হন প্রাক্তন অধিনায়ক বাবর। বল হাতে ফের কামাল করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। মেলবোর্ন টেস্টে দুই ইনিংসেই পাঁচ উইকেট নিয়েছিলেন। এদিন ফের পাঁচ উইকেট নিলেন তিনি। ২০২৩ সাল স্বপ্নের মতো কেটেছিল কামিন্সের, নতুন বছরের শুরুতেও একইরকম বিধ্বংসী ফর্মে তিনি।
জোড়া উইকেট নিলেন রেকর্ড অর্থে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়া মিচেল স্টার্ক। জশ হ্যাজলউড, মিচেল মার্শ এবং নাথান লায়ন একটি করে উইকেট তুললেন। তবে ২২৭ রানে ৯ উইকেট পড়ে যাওয়ার পর পাকিস্তান ৩০০ পার করল, এই ব্যাপারটা অজি টিম ম্যানেজমেন্টের খচখচ করবে।