কলকাতা: এক সপ্তাহ আগে যে দলটাকে নিয়ে দুনিয়া জুড়ে মশকরা চলছিল, এখন তারাই এক দারুণ জয়ের দোরগোড়ায়। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫৫৬ করেও ইনিংসে হেরেছিল পাকিস্তান (Pakistan)। আজ, শুক্রবার ইংলিশদের অল আউট করে সেই ক্ষতে কিছুটা হলেও মলম দিতে পারবেন শান মাসুদরা (Shan Masood)।
মুলতানে প্রথম টেস্টে যে পিচ ব্যবহার হয়েছিল, দ্বিতীয় টেস্টের পিচ তার থেকে অনেক আলাদা। আগেরটা ছিল শানবাঁধানো করিডোর, ব্যাটিং স্বর্গ, বোলারদের বধ্যভূমি। কিন্তু এই পিচ যত সময় এগিয়েছে তত স্পিন-বন্ধু হয়ে উঠেছে, ব্যাট করা হয়ে উঠেছে তত কঠিন। পরপর তিনটি ইনিংসের রানগুলো দেখলেই বিষয়টি পরিষ্কার হবে—৩৬৬, ২৯১ এবং ২২১।
আরও পড়ুন: ৪৬- এর লজ্জা এবং চিন্নাস্বামী জুড়ে অদ্ভুত নিস্তব্ধতা!
ইংল্যান্ডকে চতুর্থ ইনিংসে ২৯৮ তাড়া করতে হবে, যা এই পিচে অসম্ভব বলে মনে হচ্ছে। তৃতীয় দিনের শেষের সামান্য কয়েকটা ওভার খেলতে গিয়েই চলে গিয়েছে দুই উইকেট। তাও আবার দ্রুত রান তুলতে সক্ষম দুই ওপেনার বেন ডাকেট (Ben Duckett) এবং জাক ক্রলি (Zack Crawley)। ক্রিজে অলি পোপ (Ollie Pope) এবং জো রুট (Joe Root)। অসাধ্য সাধন করতে এই দুজনই ভরসা কারণ, এঁরা ছাড়া ইংল্যান্ডের স্পিন খেলার লোক নেই।
ইংল্যান্ডের প্রথম ইনিংসের ১০টি উইকেটের মধ্যে সাতটি নিয়েছিলেন অফস্পিনার সাজিদ খান (Sajid Khan) এবং বাকি তিনটি বাঁ-হাতি স্পিনার নোমান আলি (Noman Ali)। এবারও এই দুজনই পাক বোলিংকে নেতৃত্ব দিচ্ছেন। দুজনে একটি করে উইকেট নিয়েছেন। সাজিদ-নোমান জুটিতেই সিরিজে প্রত্যাবর্তন করার স্বপ্ন দেখছে পাকিস্তান।
দেখুন অন্য খবর: