কলকাতা: ২০২৪ সালটা খুব খারাপ যাচ্ছে পাকিস্তান ক্রিকেটের (Pakistan Cricket)। এ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন পাক ক্রিকেটার কামরান আকমল (Kamran Akmal)। তাঁর মতে, এই দুর্দশার কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) ইগো। তিনি এও বলেন, পিসিবির উচিত বিসিসিআইকে (BCCI) দেখে শেখা।
এ বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে ৪-১ হার দিয়ে শুরু করে পাকিস্তান। এরপর ঘরের মাঠে দ্বিতীয় সারির কিউয়ি দলের বিরুদ্ধে টি২০ সিরিজ ড্র। তারপর টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় এবং সবশেষে ঘরের মাঠে বাংলাদেশের হাতে টেস্ট সিরিজে ২-০ হোয়াইটওয়াশ। বাংলাদেশের (Bangladesh) কাছে হারের পর মুখ দেখানোর উপায় নেই পাকিস্তানের।
আরও পড়ুন: এখনই পন্থকে সর্বকালের সেরা বলতে রাজি নন কার্তিক
নিজের ইউটিউব চ্যানেলে আকমলদের বড় ভাই জানিয়েছেন, ভারতের এখনকার সাফল্যের কারণ বিসিসিআইয়ের সিস্টেম্যাটিক কাজকর্ম। আকমল বলেন, “পিসিবির উচিত বিসিসিআই-এর থেকে শেখা, ওদের পেশাদারিত্ব, ওদের দল, নির্বাচক, কোচ, অধিনায়ক। এই বিষয়গুলিই একটা দলকে এক নম্বর করে তোলে এবং তারা আধিপত্য দেখায়। আমরা যদি সেরকম ভালোই হতাম, তাহলে পাকিস্তান ক্রিকেটের আজ এই অবস্থা হত না। আপনাদের (পিসিবি) ইগোর কারণে পাকিস্তান ক্রিকেটের এই হাল।”
প্রসঙ্গত, ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে পাকিস্তান। ৭ অক্টোবর থেকে প্রথম টেস্ট মুলতানে। ১৫ অক্টোবর শুরু দ্বিতীয় টেস্ট, এটিও মুলতানেই খেলা হবে। রাওয়ালপিন্ডিতে তৃতীয় টেস্ট শুরু ২৪ অক্টোবর। এই সিরিজ হারলে ফের বিতর্কের সৃষ্টি হবে।
দেখুন অন্য খবর: