কানপুর: বৃষ্টির জন্য ভেস্তে গেল কানপুর টেস্টের (Kanpur Test) তৃতীয় দিনের খেলাও। প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা হয়েছিল, দ্বিতীয় দিন একটা বলও হয়নি। এদিন সকাল থেকে বৃষ্টি না হলেও আউটফিল্ড ছিল ভিজে। আম্পায়াররা একাধিকবার মাঠ পরিদর্শনে নামেন। কিন্তু একবারের জন্যও সন্তোষজনক পরিস্থিতি দেখতে পাননি। ভিজে আউটফিল্ডের জন্যই খেলা বাতিল হল এদিন।
দুপুর ২.০৫ নাগাদ আরও একবার মাঠে নামেন দুই আম্পায়ার। এবারে একেবারে স্টাম্পস ঘোষণা করে দেন তাঁরা। ফলে খেলার আর দুই দিন বাকি রইল। চতুর্থ এবং পঞ্চম দিনের পূর্বাভাস ভালো। আকাশ পরিষ্কার থাকার কথা আছে। আশা করা যায় এই দুই দিন পুরো খেলা হবে। তবে মাত্র ৩৫ ওভার খেলা হওয়ায় এই দুই দিনে ম্যাচের আদৌ নিষ্পত্তি হবে কি না তা নিয়ে সন্দেহ আছে। যা পরিস্থিতি তাতে ড্র হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। এতে বাংলাদেশের (Bangladesh) তেমন কোনও ক্ষতি না হলেও ভারতের (India) সামান্য সমস্যা আছে।
আরও পড়ুন: টি২০ সিরিজে সুযোগ পেলেন ‘ময়াঙ্ক এক্সপ্রেস’
UPDATE 🚨
Play for Day 3 in Kanpur has been called off due to wet outfield.#TeamIndia | #INDvBAN | @IDFCFIRSTBank pic.twitter.com/HPPxBMhY87
— BCCI (@BCCI) September 29, 2024
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC 2023-25) টেবিলে এখন শীর্ষস্থানে আছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া, তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। ১০টি ম্যাচ খেলার পর ভারতের পয়েন্ট শতকরা ৭১.৬৭। কানপুর টেস্ট যদি ড্র হয় তাহলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পরবর্তী আটটি টেস্টের মধ্যে পাঁচটি জিততে হবে ভারতকে। অবশ্য এক্ষেত্রে অন্য দুই সেরা দলের পয়েন্ট নষ্ট করা চলবে না।
বাংলাদেশ সিরিজের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি এবং অস্ট্রেলিয়ায় গিয়ে পাঁচটি টেস্ট খেলবে ভারত। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের মধ্যে অন্তত দুটি দলের থেকে বেশি পয়েন্ট পারসেন্টেজ রাখলেই লর্ডসে ফাইনাল খেলবেন বিরাট কোহলিরা (Virat Kohli)।
দেখুন অন্য খবর: