নয়াদিল্লি: স্বাধীনতা দিবসের (Independence Day) দিন প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) অংশগ্রহণকারী ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় হকি দল, মনু ভাকের (Manu Bhaker), লক্ষ্য সেন (Lakshya Sen) সহ অলিম্পিয়ানদের প্রায় সবাই প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়েছিলেন। সবার সঙ্গে ছবি তুললেন মোদি, হকি দলের তরফে তাঁকে উপহার দেওয়া হল স্বাক্ষরিত জার্সি।
প্যারিস অলিম্পিক্স থেকে এবার মোট ছ’টি পদক এসেছে। হকি দল, মনু, সরবজ্যোত সিং, স্বপ্নিল কুসালে, অমন শেরাওয়াত ব্রোঞ্জ জিতেছেন। রুপো জিতেছেন নীরজ চোপড়া। প্রধানমন্ত্রী বলেন, “আমার প্রিয় দেশবাসীরা, আজ আমাদের সঙ্গে রয়েছেন তরুণ অ্যাথলিটরা যাঁরা প্যারিসে তেরঙা তুলে ধরেছেন। ১৪০ কোটি ভারতীয়র পক্ষ থেকে সমস্ত অ্যাথলিটদের অভিনন্দন জানাতে চাই। কিছুদিনের মধ্যে প্যারিসে প্যারালিম্পিক্সে যোগ দিতে যাবেন দেশের প্যারা-অ্যাথলিটরা। তাঁদের শুভকামনা জানাই।”
আরও পড়ুন: অভিষেকেই গোল এমবাপের, সুপার কাপ জয়ী রিয়াল
VIDEO | PM Modi (@narendramodi) meets Indian Olympic contingent at his residence in Delhi.
(Source: Third Party) pic.twitter.com/K2Gb5dzaCL
— Press Trust of India (@PTI_News) August 15, 2024
প্যারিসে দুটি ব্রোঞ্জ পদক জয়ী পিস্তল শুটার মনু ভাকের এবং ভারতীয় হকি দলের সদস্য সহ বেশ কয়েকজন শীর্ষ ক্রীড়াবিদ বৃহস্পতিবার সকালে জাতীয় রাজধানীতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন তারকা গোলরক্ষক পি আর সৃজেশ, যিনি সম্প্রতি দলের ব্রোঞ্জ জয়ী পারফরম্যান্সের পরে অবসর নিয়েছেন।
প্যারিস অলিম্পিকে অভিযানে মোট ছয়টি পদকের সাহায্যে (পাঁচটি ব্রোঞ্জ এবং একটি রুপো) সামগ্রিক পদক তালিকায় ৭১তম স্থানে রেখে শেষ করেছে ভারত এই ফলাফল টোকিওতে আগের অলিম্পিক্সে ফলাফলের চেয়ে সামান্য নীচে। টোকিওয় ভারতীয় ক্রীড়াবিদরা একটি সোনা, দুটি রুপো এবং চারটি ব্রোঞ্জ সহ সাতটি পদকের ঐতিহাসিক সংখ্যা অর্জন করেছিল৷