কলকাতা: ইউরো কাপ থেকে বিদায় নিল পর্তুগাল। আরও একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে খালি হাতে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁকে ছোট থেকে আইডল হিসেবে মানা কিলিয়ান এমবাপে শেষ হাসি হাসলেন, সেমিফাইনালে গেল ফ্রান্স। সেমিতে তাদের সামনে জার্মানিকে হারিয়ে আসা দুর্ধর্ষ স্পেন।
ভাগ্যকে দুষতেই পারেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ। কারণ তাঁর দলই এদিন বেশি ভালো খেলেছে, গোলের সুযোগ তৈরি করেছে, বলের দখল, পাসও ছিল অনেক বেশি। কিন্তু কাজের কাজ করে উঠতে পারলেন না রোনাল্ডোরা। তিনি নিজে একটি সহজ সুযোগ নষ্ট করেছেন। ছ’ গজ দূর থেকে শট মারলেন, বল আকাশে উড়ল।
আরও পড়ুন: সেমিফাইনালে স্পেন, বিদায় আয়োজক দেশ জার্মানির
অন্যদিকে এমবাপে এখনও এই টুর্নামেন্টে গোল পেলেন না। চেষ্টার ত্রুটি রাখেননি অবশ্য, কিন্তু সেই গোল্ডেন টাচ দেখা যাচ্ছে না।
📰 Theo Hernández scored the winning penalty as France edged past Portugal in their quarter-final 👇#EURO2024 | #PORFRA
— UEFA EURO 2024 (@EURO2024) July 5, 2024
৯০ মিনিট গোলশূন্য থাকার পর খেলা অতিরিক্ত সময়ে গড়ায়। তাতেও ম্যাচের ফয়সালা হয়নি, ফলে টাইব্রেকার হয়। স্লোভেনিয়ার বিরুদ্ধে টাইব্রেকারে পর্তুগালকে জিতিয়েছিলেন গোলকিপার দিয়োগো কোস্তা, এদিন তিনি পারলেন না। পাঁচটা শটেই গোল করেছেন ফরাসি ফুটবলাররা। পর্তুগালের হয়ে রোনাল্ডো, বার্নার্দো সিলভা গোল করার পর বারে মেরে বসেন জোয়াও ফেলিক্স। ওখানেই ম্যাচ হেরে যায় পর্তুগিজরা।
দেখুন অন্য খবর: