কলকাতা: পূর্ব-নির্ধারিত সূচি হিসেবে আজ ২৯ জুলাই মোহনবাগান দিবসে (Mohun Bagan Day) অনুশীলন শুরু কর মোহনবাগানের (Mohun Bagan SG) সিনিয়র দল। কোচিং স্টাফ এবং সাপোর্ট স্টাফদের নিয়ে এলেন হেড কোচ হোসে মোলিনা (Jose Molina)। শুভাশিস বসু, মনবীর সিংদের দেখতে ক্লাব তাঁবুতে ভিড় জমান বহু সমর্থক। সবমিলিয়ে আরও এক সফল মরসুমের দিকে তাকিয়ে সবুজ-মেরুন শিবির।
এদিন সকাল ৯টার পর একে একে আসতে শুরু করেন বাগানের খেলোয়াড়রা। মাঠে ঢোকার মুখে তাঁদের সঙ্গে হাত মেলানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সমর্থকরা। খেলোয়াড়রাও হাসি মুখে তাঁদের সঙ্গে হাত মেলালেন, অভ্যর্থনা গ্রহণ করলেন। উপর থেকে চলল পুষ্পবৃষ্টি।
আরও পড়ুন: টি২০ সিরিজ জিতে গম্ভীর যুগের সূচনা
Heritage 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/1kGlde3NhO
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) July 29, 2024
যাঁর আসার অপেক্ষায় সবুজ-মেরুন জনতা প্রতীক্ষা করে বসেছিল, অস্ট্রেলিয়ান লিগের সর্বোচ্চ গোলদাতা সেই জেমি ম্যাকলারেন (Jamie McLaren) এলেন। তাঁর আবার আজ জন্মদিন ছিল, তাই কাটা হল দুটি কেক। একটা মোহনবাগান দিবসের এবং আর একটি ম্যাকলারেনের জন্মদিনের। আজ হালকা ওয়ার্ম আপ আর স্ট্রেচিং করেই অনুশীলন সারলেন বাগান ফুটবলাররা।
তবে সমর্থকদের নয়নের মণি দিমিত্রি পেত্রাতসকে (Dimitri Petratos) দেখা গেল না, কারণ ভিসা সমস্যায় তিনি এখনও আসতে পারেননি। যাঁকে নিয়ে ইস্টবেঙ্গলের সঙ্গে মোহনবাগানের দড়ি টানাটানি চলছে সেই আনোয়ার আলিও (Anwar Ali) অনুপস্থিত ছিলেন। প্রসঙ্গত, আগামী ৮ জুলাই ভারতীয় বায়ুসেনার বিরুদ্ধে ডুরান্ড কাপে মোহনবাগানের পরের ম্যাচ। বহু প্রতীক্ষীত কলকাতা ডার্বি (Kolkata Derby) রয়েছে ১৮ জুলাই।
দেখুন অন্য খবর: