চেন্নাই: বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) প্রথম টেস্ট। এমনিতে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচ নিয়ে খুব একটা আগ্রহ থাকে না। কিন্তু দুই ম্যাচের এই সিরিজ নিয়ে আগ্রহ আছে। কারণ দুটি। প্রথমত, কিছুদিন আগে পাকিস্তানকে তাদের ঘরেই ২-০ হোয়াইটওয়াশ করে এসেছেন নাজমুল হোসেন শান্তরা (Nazmul Hossain Shanto)। দ্বিতীয়ত, সাম্প্রতিক কালে বাংলাদেশের সরকারে পালাবদলের পর দুই দেশের রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন।
তাছাড়া সাকিব আল হাসানের (Shakib Al Hasan) মতো তারকাও ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারত বড় দল ঠিকই, কিন্তু খেলাটা হবে মাঠে। রোহিত শর্মারা (Rohit Sharma) এসব নিয়ে খুব একটা চিন্তিত নন। টিম ইন্ডিয়ার অস্ত্রাগারে যে পরিমাণ গোলাবারুদ মজুত আছে তাতে চিন্তা হওয়ার কথাই নয়। গঙ্গা বনাম পদ্মার লড়াই একপেশে না হলেই আশ্চর্য হতে হবে।
আরও পড়ুন: বাগানের চ্যাম্পিয়ন্স লিগ অভিযান আজ, কখন কোথায় দেখবেন
🗣️🗣️ Every game becomes important because of what is at stake.#TeamIndia Captain @ImRo45 ahead of the #INDvBAN Test series opener 👌👌@IDFCFIRSTBank pic.twitter.com/TkcGCDZuYT
— BCCI (@BCCI) September 17, 2024
ভারতের প্রথম এগারোয় কারা থাকবেন তা নিয়ে নজর থাকবেই। তবে ম্যাচের আগেই হেড কোচ গৌতম গম্ভীর কিছুটা ‘হিন্ট’ দিয়ে রেখেছেন। ইংল্যান্ড সিরিজে অভিষেক হওয়া ধ্রুব জুরেল এবং সরফরাজ খান প্রথম এগারো থেকে বাদ পড়ছেন। কারণ জুরেলের জায়গায় দলে ফিরছেন ঋষভ পন্থ এবং সরফরাজের জায়গায় কে এল রাহুল।
ওপেন করবেন রোহিত আর যশস্বী জয়সওয়াল। তিন ও চারে যথাক্রমে শুভমান গিল ও বিরাট কোহলি। পাঁচে রাহুল এবং ছয়ে পন্থ। সাত নম্বরে স্পিনার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। আট এবং নয়ে রবিচন্দ্রন অশ্বিন এবং কুলদীপ যাদব। ১১ এবং ১২ নম্বরে জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ।
প্রথম টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কে এল রাহুল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।
দেখুন অন্য খবর: