প্যারিস: সহজ জয় দিয়ে অলিম্পক্স অভিযান শুরু করলেন পি ভি সিন্ধু (PV Sindhu)। গ্রুপ লিগের প্রথম ম্যাচে তাঁর সামনে পড়েছিলেন মালদ্বীপের ফাতিমা নাবাহা আব্দুল রজ্জাক (FN Abdul Razzaq)। তাঁকে ২১-৯, ২১-৬ ফলাফলে উড়িয়ে দিলেন ভারতের তারকা শাটলার। ধারে ভারে সিন্ধুর সমকক্ষ ছিলেন না ফাতিমা। তা প্রমাণিত হল গোটা ম্যাচ জুড়ে। মিনিট কুড়ির মধ্যে খেলা শেষ করলেন ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড়।
গোটা ম্যাচে ফাতিমা যে ১৫ পয়েন্ট পেয়েছেন তার ১৩টাই সিন্ধুর উপহার। সিন্ধুর আনফোর্সড এররের জেরেই ওই ১৩ পয়েন্ট। বাকি দুই পয়েন্ট উইনার মেরে পেয়েছেন মালদ্বীপের খেলোয়াড়। সিন্ধুর খেলা দেখেই বোঝা যাচ্ছিল, এই ম্যাচকে আসলে প্রস্তুতি হিসেবে নিয়েছেন তিনি। ক্রমশ খেলার স্তর উপরের দিকে নিয়ে যাওয়াই লক্ষ্য।
আরও পড়ুন: কিউইদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস প্রথম ম্যাচে জয় হরমনপ্রীতদের
প্রসঙ্গত, প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) পদকের হ্যাটট্রিক করা সিন্ধুর স্বপ্ন। তিনি বলছেন, হ্যাঁ, অবশ্যই আমার লক্ষ্য পদক। সেটা এক, দুই বা তিন হোক, যায় আসে না। আমি দুটো পদক জিতেছি, কিন্তু এবার তিন নম্বর ভেবে চাপ নিতে চাই না।
সিন্ধু আরও বলেন, প্রত্যেকবার যখন অলিম্পিক্সে যাই, আমার কাছে প্রত্যেকবার তা নতুন। তাই প্রত্যেকবারই আমি পদক জিততে চাই এবং আশা করি হ্যাটট্রিক শিগগিরই হবে। প্রসঙ্গত, ২০১৬ রিও অলিম্পিক্সে রুপো এবং ২০২১ টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন সিন্ধু। ১৪০ কোটি ভারতবাসী এবার প্যারিসে তাঁকে সোনা জিততে দেখতে চায়।
দেখুন অন্য খবর: