কলকাতা: জাতীয় দলের কোচের ব্যাটন রাহুল দ্রাবিড় (Rahul Dravid) থেকে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) হাতে এসেছে। জোর জল্পনা উঠেছিল, তাহলে কি কলকাতা নাইট রাইডার্সে (KKR) গম্ভীরের জায়গায় দ্রাবিড় আসছেন। না, তার কোনও সম্ভাবনা নেই, কারণ, রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হেড কোচ পদে ফিরতে চলেছেন ‘দ্য ওয়াল’।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, রাজস্থান ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দ্রাবিড়ের কথাবার্তা পাকা হয়ে গিয়েছে। কোন কোন খেলোয়াড় ধরে রাখা হবে তা নিয়েও আলোচনা হয়েছে খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেওয়া হবে।
আরও পড়ুন: রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ বজরং-বিনেশের
২০১১ সালে অধিনায়ক হিসেবে রয়্যালসে যোগ দিয়েছিলেন ভারতের ব্যাটিং কিংবদন্তি। তিন বছর খেলার পর অবসর নেন এবং ২০১৪ সালে মেন্টর পদে বসেন। এই ফ্র্যাঞ্চাইজিকে গড়ে তুলতে বড় অবদান আছে দ্রাবিড়ের। জল্পনা সত্যি হলে সেখানেই ফিরবেন তিনি।
সাফল্যের শিখরে থেকে ভারতীয় দলের দায়িত্ব ছেড়েছেন দ্রাবিড়। ২০২৩ ওডিআই বিশ্বকাপের ফাইনালে হৃদয়বিদারক হারের পর সরে যেতে চেয়েছিলেন তিনি। রোহিত শর্মার (Rohit Sharma) অনুরোধে টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) পর্যন্ত থেকে যান। সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ভারত, অবসান হয়েছে ১১ বছরের আইসিসি ট্রফি খরার, ১৩ বছরের বিশ্বকাপ খরার। ট্রফি জিতে দ্রাবিড় যে পরিমাণ আবেগ প্রকাশ করেছেন তা খেলোয়াড় জীবনেও খুব কম দেখিয়েছিলেন।
দেখুন অন্য খবর: