কলকাতা: লা লিগায় (La Lig) টানা চারটি ম্যাচ জিতল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। মঙ্গলবার রাতে দিপোর্তিভো আলাভেসকে ৩-২ হারাল তারা। এদিনও গোল পেলেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। তবে এটুকু পড়ে যতটা সহজ গল্প মনে হচ্ছে, ততটা সহজ একেবারেই হয়নি। ৮৪ মিনিট পর্যন্ত ৩-০ থাকার পর হঠাৎই ম্যাচে ফিরে আসে আলাভেস। ৮৫ এবং ৮৬ মিনিটে পরপর দুটি গোল ঢুকিয়ে দেয় তারা।
আলাভেসের প্রথম গোল করেন তাদের অধিনায়ক প্রেস্তোনি। তাঁর পাস থেকেই এক মিনিট পর দ্বিতীয় গোল কিকের। শেষের মিনিটগুলিতে মাদ্রিদ সমর্থকরা চরম উদ্বেগে ভুগছিলেন। শেষ পর্যন্ত প্রতিপক্ষকে ঠেকিয়ে রেখে পুরো তিন পয়েন্ট হাসিল করে কার্লো আন্সেলোত্তির দল।
আরও পড়ুন: ‘গডস প্ল্যান’! নতুন ট্যাটু করালেন রিঙ্কু সিং
9️⃣ @KMbappe 9️⃣#RealMadridAlavés | #LaLigaHighlights pic.twitter.com/mvu8n9C7R0
— Real Madrid C.F. (@realmadrid) September 24, 2024
এদিন ম্যাচ শুরুর ৫৫ সেকেন্ডে প্রথম গোল করে রিয়াল। বাম প্রান্ত থেকে ড্রিবল করতে করতে বক্সে ঢুকে পড়েন ভিনিসিয়াস জুনিয়র (Vinicius Jr)। প্রায় বাইলাইন থেকে লুকাস ভাসকেজের সামনে বল রাখেন তিনি। বাঁ-পায়ের শটে গোল করেন ভাসকেজ। এর কিছুক্ষণ পরেই ভিনিসিয়াসের পাস থেকে গোল করেছিলেন এমবাপে, কিন্তু অফসাইডের জন্য সেই গোল বাতিল হয়।
এমবাপে তাঁর গোল পেয়ে যান কিছুক্ষণ পরেই, ৪০ মিনিটের মাথায়। জুড বেলিংহ্যামের (Jude Bellingham) সঙ্গে দারুণ ওয়ান-টু করে বক্সে ঢোকেন ফরাসি তারকা। একটা ইনসাইড আউটে ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোলে শট মারেন। দ্বিতীয়ার্ধ শুরুর তিন মিনিটে ৩-০ করেন রদ্রিগো, এই গোলের পাসও ভিনিসিয়াসের। এই পর্যায়ে কেউ ভাবতে পারেনি, আলাভেস শেষের দিকে এতটা বেগ দেবে।
দেখুন অন্য খবর: