কলকাতা: মেয়েদের এশিয়া কাপে (Women’s Asia Cup 2024) সংযুক্ত আরব আমিরশাহির (UAE) বিরুদ্ধে বিস্ফোরক ব্যাটিং করলেন বাংলার রিচা ঘোষ (Richa Ghosh)। তাঁর বাউন্ডারি মারার দক্ষতা দেখে অবাক সমর্থকরা। এতটাই অবাক যে রিচাকে ‘লেডি ধোনি’ আখ্যা দিচ্ছেন। রবিবার ২৯ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস উপহার দিয়েছেন তিনি।
এদিন শ্রীলঙ্কার ডাম্বুলায় টসে জিতে ভারতেকে ব্যাট করতে পাঠায় আমিরশাহি। ১১.৪ ওভারে আউট হন জেমাইমা রডরিগেজ, ব্যাট করতে নামেন রিচা। ভারত তখন ৪ উইকেট হারিয়ে ১০৬ রান করেছে। তবে বাংলার উইকেটকিপার ব্যাটার হাত খোলেন ১৫ নম্বর ওভারে। আমিরশাহির অধিনায়ক এশা ওজার ওই ওভারে চারটে বাউন্ডারি মারেন তিনি।
আরও পড়ুন: গম্ভীরের প্রথম সাংবাদিক সম্মেলন কবে, কখন?
Richa Ghosh Lady Dhoni #AsiaCup
— The Alchemist Hindi (@AlchemistHindi) July 21, 2024
২০তম ওভারের প্রথম বলে রান আউট হয়ে যান ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর (৪৭ বলে ৬৬)। পরের পাঁচ বলে পাঁচটা বাউন্ডারি মারেন রিচা। শেষ পর্যন্ত তাঁর ইনিংসে ছিল ১২টি চার এবং একটি ছয়।
What makes Richa Ghosh so special is the power she generates from the backfoot or even when crease bound
Probably the only Indian woman who can hit sixes with ease without leaving her crease#AsiaCup2024 #WomensAsiaCup2024 #WomensAsiaCup #INDvUAE
— Mohit Shah (@mohit_shah17) July 21, 2024
এই ইনিংসের পরেই সোশ্যাল মিডিয়ায় রিচাকে নিয়ে প্রশংসার ঝড় উঠেছে। কেউ তাঁকে ‘লেডি ধোনি’ নাম দিয়েছেন, কেউ বলছেন যে কোনও আন্তর্জাতিক মহিলা দল তো বটেই, এমনকী টি২০তে উইকেটকিপার-ব্যাটার হিসেবে ভারতের পুরুষ দলেও আয়গা পেতে পারেন রিচা। তাঁর বড় শট নেওয়ার দক্ষতায় মুগ্ধ সবাই।
প্রসঙ্গত, ভারত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২০১ তুলেছিল। জবাবে ২০ ওভার খেলে সাত উইকেট হারিয়ে ১২৩ করে থেমে যায় আমিরশাহি। ভারত জেতে ৭৮ রানের বিশাল ব্যবধানে। দুই ম্যাচে দুটিতেই জিতে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছেন হরমনপ্রীতরা।
দেখুন অন্য খবর: