কলকাতা: বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম তিন ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে উসমান খোয়াজার সঙ্গে ওপেন করেছেন নাথান ম্যাকসুইনি (Nathan McSweeney)। এই সিরিজেই অভিষেক হয়েছিল তাঁর, কিন্তু জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) সামনে খড়কুটোর মতো উড়ে গিয়েছেন ২৫ বছর বয়সি ব্যাটার। সিরিজের মাঝপথেই ছেঁটে ফেলা হয়েছে ম্যাকসুইনিকে যা নিয়ে সমালোচনায় মুখর মাইকেল ক্লার্কের মতো প্রাক্তনরা।
ম্যাকসুইনির জায়গায় যিনি এলেন সেই স্যাম কনস্টাসের (Sam Konstas) বয়স মাত্র ১৭। এমসিজিতে তাঁর অভিষেক হচ্ছে তা প্রায় নিশ্চিত। অপ্রাপ্তবয়স্ক টিন-এজার বুমরার গোলাগুলি কতটা সামলাতে পারেন সেটাই দেখার। তবে রিকি পন্টিংয়ের (Ricky Ponting) মতো কিংবদন্তি কিন্তু কনস্টাসের প্রশংসা করলেন বড় মুখ করে। আবার কেউ কেউ ডেভিড ওয়ার্নারের সঙ্গে তুলনা করছেন।
আরও পড়ুন: ওপেনিংয়ে রোহিত, ভারতের ব্যাটিং অর্ডারে একাধিক বদল!
পন্টিং বলছেন, “আমি ওকে দেখেছি, প্রচুর প্রতিভা আছে তাতে কোনও সন্দেহ নেই। প্রধানমন্ত্রী একাদশের হয়ে ভারতের বিরুদ্ধে যেভাবে খেলল, এই সেদিন বিগ ব্যাশ লিগে নিজের প্রথম ম্যাচে যে নিজেকে মেলে ধরল… আমি জানি দুটো ফর্ম্যাট আলাদা কিন্তু প্রতিভা আছে এবং সেই সঙ্গে একটু অ্যাটিটিউডও আছে। খারাপ অ্যাটিটিউড নয়, বরং ও যে ভালো খেলে, এবং তা দুনিয়াকে দেখাতে চায় সেই অ্যাটিটিউড।”
ভারতের বিরুদ্ধে প্রধানমন্ত্রী একাদশের হয়ে ঝকঝকে শতরান করে নজর কেড়েছিলেন কনস্টাস। প্রথম শ্রেণির ক্রিকেটেও তাঁর পরিসংখ্যান ভালোই, ১১ ম্যাচে ৪২.২ গড়ে করেছেন ৭১৮ রান। তবে একই সঙ্গে পন্টিং হুঁশিয়ারি দিচ্ছেন, আইসিসির এক নম্বর বোলার বুমরার বিরুদ্ধে খেলতে নেমে নিশ্চয়ই চাপে থাকবেন বছর ১৭-র তরুণ।
দেখুন অন্য খবর: