আমেদাবাদ: ২০২৩ আইপিএলে (IPL 2023) জন্ম হয়েছিল রিঙ্কু সিং (Rinku Singh) নামে এক নতুন তারকার। গুজরাত টাইটান্সের (GT) বিরুদ্ধে শেষ পাঁচ বলে পাঁচটা ছয় মেরে রাতারাতি সেনসেশনে পরিণত হয়েছিলেন। কিন্তু এ মরসুমে সেই রিঙ্কুকে পাওয়া যায়নি। কঠিন সময় চলছে তাঁর। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের (KKR) তারকা ব্যাটার কিন্তু কঠিন সময়ের কথা মানছেন না।
রিঙ্কু বলছেন, “খারাপ সময় তাঁদের, যাঁদের হাত নেই, পা নেই। আমাদের হাত-পা আছে, তাই সময় খারাপ নয়। ভারত বিশ্বকাপ জিততে না পারায় সবাই কেঁদেছিল। কিন্তু আমাদের কাজ হল ব্যর্থতাকে পিছনে ফেলে এগিয়ে চলা।”
আরও পড়ুন: সাদা বলের ক্রিকেটের সর্বনাশ কোন নিয়মে, জানালেন গম্ভীর
সুনীল গাভাসকর (Sunil Gavaskar) থেকে শুরু করে ইরফান পাঠান পর্যন্ত একাধিক বিশেষজ্ঞ আশা করেছিলেন রিঙ্কু টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) সুযোগ পাবেন। কিন্তু শেষ পর্যন্ত ১৫ জনের দলে ঠাঁই হয়নি তাঁর, সফরকারী রিজার্ভ হিসেবে যাচ্ছেন। তা সত্ত্বেও বিশ্বকাপ হাতে নেওয়ার স্বপ্ন রয়েছে তাঁর। রিঙ্কু বলেন, “সিনিয়র পর্যায়ে আমি আজও কোনও ট্রফি জিতিনি। এবার টি২০ বিশ্বকাপে যাচ্ছি, আশা করছি কাপটা আমার হাতে ধরতে পারব। বড় ট্রফি জেতাই স্বপ্ন।”
View this post on Instagram
খুবই সাধারণ জীবনযাপন থেকে লাইমলাইটে এসেছেন বাঁ-হাতি ব্যাটার। তাঁর উত্তোরণের কাহিনি অনেককেই অনুপ্রেরণা জোগাবে। ঠিক কতটা আবেগপ্রবণ তিনি? রিঙ্কু বলেন, “আমি সেরকম আবেগপ্রবণ মানুষ নই। তবে ছবির মোটিভেশনাল কিছু দৃশ্যে চোখে জল এসে যায়। আমি কেঁদে ফেলি, টুয়েফলথ ফেল (12th Fail) ছবি দেখে খুবই কেঁদেছিলাম। ছবিটার সঙ্গে আমার জীবনের এক রকম মিল আছে, আমিও খুব খারাপ সময় থেকে উঠে এসেছি।”