কলকাতা: টেস্ট সিরিজ শেষ হওয়ার পর বাংলাদেশের বিরুদ্ধে তিনটি টি২০ খেলবে ভারত। সেই সিরিজে দলে সুযোগ পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে রিঙ্কু সিংয়ের (Rinku Singh)। তার আগে নতুন ট্যাটু করাতে দেখা গেল তাঁকে। কেকেআর তারকা তাঁর বাঁ-হাতে ট্যাটু করালেন, লেখালেন, ‘গডস প্ল্যান’ (God’s Plan)।
২০২৩ আইপিএলে যশ দয়ালকে (Yash Dayal) পাঁচ বলে পাঁচটি ছয় মেরে রাতারাতি তারকা হয়ে উঠেছিলেন রিঙ্কু। অন্যদিকে ডিপ্রেশনে চলে গিয়েছিলেন দয়াল। কিন্তু সেখান থেকে দুরন্ত প্রত্যাবর্তন করেন। ২০২৪ আইপিএলে তাঁর দুর্দান্ত বোলিংয়েই চেন্নাইকে (CSK) হারিয়ে প্লে অফে ওঠে আরসিবি (RCB)। সে ম্যাচের পরেই দয়ালের উদ্দেশে রিঙ্কু সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘গডস প্ল্যান বেবি’।
আরও পড়ুন: গাভাসকরের জমি রাহানেকে দিল মহারাষ্ট্র সরকার!
View this post on Instagram
পরবর্তী কালে রিঙ্কুর সঙ্গে রসিকতা করতে সেই গডস প্ল্যান শব্দবন্ধ ব্যবহার করেন সূর্যকুমার যাদব। এই দুটো শব্দ রিঙ্কুর সঙ্গে এমনভাবে জড়িয়ে গিয়েছে যে তিনি এবার তা স্থায়ী করে নিলেন। তাঁর ট্যাটু করার ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন ট্যাটু শিল্পী। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সাফল্য ঈশ্বরের পরিকল্পনায় আছে কি না সেটাই দেখার।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজে ব্যর্থ হয়েছিলেন বাঁ-হাতি ব্যাটার। তিন ম্যাচে মাত্র ছয় রান করেন। সিরিজের শেষ ম্যাচে অবশ্য বল করে দুই উইকেট নিয়েছিলেন। ভারতের হয়ে এ পর্যন্ত ২৩টি টি২০ ম্যাচ খেলে ৪২৮ রান করেছেন রিঙ্কু, স্ট্রাইক রেট আকর্ষণীয় ১৭৪.১৬। এর মধ্যে আছে দুটি হাফ-সেঞ্চুরি। বাংলাদেশের বিরুদ্ধে ফিনিশার হিসেবে তাঁকে দেখা যাবে বলেই ক্রিকেট মহলের আশা।
দেখুন অন্য খবর: