নয়াদিল্লি: অবশেষে দেশে ফিরলেন বিশ্বজয়ীরা। বৃহস্পতিবার সকালে এয়ার ইন্ডিয়ার বিশেষ চার্টার্ড বিমান রোহিত শর্মাদের (Rohit Sharma) রাজধানী দিল্লিতে নিয়ে আসে। দিল্লি বিমানবন্দরে তাঁদের অভ্যর্থনা জানাতে হাজির ছিল অগুনতি মানুষ। তাদের সমবেত জয়ধ্বনির মধ্যেই বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে আসেন রোহিত। পুষ্পস্তবক দিয়ে তাঁকে অভ্যর্থনা জানান বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah)।
আরও পড়ুন: রইল বাকি আট! ইউরোর কোয়ার্টার ফাইনালে কবে কোন ম্যাচ
এরপর বাসে চেপে হোটেলের উদ্দেশে রওনা হয় ভারতীয় দল। রাস্তার দু’ পাশে মানুষের ঢল নিরন্তর জয়ধ্বনি দিয়ে চলেছে। ভারতীয় ক্রিকেটাররা হাত নেড়ে তাদের উৎসবের সঙ্গী হলেন। হোটেলে পৌঁছে আর এক অনবদ্য দৃশ্য। বিশ্বজয়ীদের অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন পঞ্জাবি ঢোলবাদকরা। তাঁদের ঢোলের তালে নাচলেন রোহিত, সূর্যকুমার, যশস্বীরা। দীর্ঘ বিমানযাত্রা তাঁদের এতটুকু ক্লান্ত করতে পারেনি।
Jubilation in the air 🥳
The #T20WorldCup Champions have arrived in New Delhi! 🛬
Presenting raw emotions of Captain @ImRo45 -led #TeamIndia‘s arrival filled with celebrations 👏👏 pic.twitter.com/EYrpJehjzj
— BCCI (@BCCI) July 4, 2024
এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে দেখা করার কথা আছে ভারতীয় দলের। সেই সাক্ষাৎ-পর্ব শেষ হলে ফের চার্টার্ড বিমানে মুম্বই পাড়ি দেবেন বিশ্বজয়ীরা। ভারতের ক্রিকেটীয় রাজধানীতে বিশেষ সূচি আছে। হুডখোলা বাসে চেপে মুম্বই শহর ঘুরবে ভারতীয় ক্রিকেট দল। লক্ষ লক্ষ মানুষ তাঁদের অভিনন্দন জানাবেন।
Suryakumar Yadav erupts in joy after landing in India. 😂❤️pic.twitter.com/onaJ0zrdFg
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 4, 2024
২৯ জুন ১৩ বছর পর বিশ্বকাপ জিতেছিল ভারত। কাপ নিয়ে রোহিত শর্মাদের দেশে ফেরার অপেক্ষায় ছিল গোটা দেশ। কিন্তু ঘূর্ণিঝড় বেরিলের জেরে বিশ্বজয়ীরা দেশে ফিরতে পারছিলেন না। তাঁদের আনতে বুধবার বার্বাডোজ বিমানবন্দরে (Barbados Airport) পৌঁছে গিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিশেষ চার্টার্ড বিমান।
দেখুন অন্য খবর: