কলকাতা: আসন্ন দলীপ ট্রফিতে (Duleep Trophy) খেলতে পারেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং তারকা ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli)। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে প্রস্তুতি হিসেবেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। বিসিসিআইয়ের সিনিয়র সিলেকশন কমিটি খুব শিগগিরই দলীপ ট্রফির দল নির্বাচন করবে।
সূত্র বলছে, ৫ সেপ্টেম্বর শুরু হতে চলা ঐতিহ্যশালী ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নিতে বলা হয়েছে শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব এবং সূর্যকুমার যাদবকে। তবে জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) বিশ্রামেই থাকবেন বলেই খবর, দলীপে তাঁর খেলার সম্ভাবনা নেই। এমনকী বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেও বিশ্রামে থাকতে পারেন তিনি।
আরও পড়ুন: বেজে গেল আইএসএলের দামামা, কবে শুরু জেনে নিন
দলীপ ট্রফিতে চারটি দল অংশ নেবে, ইন্ডিয়া এ, ইন্ডিয়া বি, ইন্ডিয়া সি এবং ইন্ডিয়া ডি। প্রথমে ঠিক ছিল, প্রতিযোগিতা আয়োজিত হবে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরায়। তবে তারকা খেলোয়াড়দের অংশগ্রহণের কারণে তা বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সরতে পারে। চারদিনের খেলার প্রথম রাউন্ড ৫ সেপ্টেম্বর শুরু হবে এবং দ্বিতীয় রাউন্ড শুরু ১২ সেপ্টেম্বর। রোহিত এবং বিরাট যে কোনও একটি রাউন্ডে খেলবেন।
ভারতীয় বোর্ডের বিরাগভাজন হয়ে পড়া ঈশান কিষানকে (Ishan Kishan) দলীপ ট্রফিতে নেওয়া হতে পারে। ২০২৩ সালের শেষদিকে শেষবার জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন তিনি। এরপর মানসিক ক্লান্তির কারণ দেখিয়ে দক্ষিণ আফ্রিকা সফর থেকে নাম তুলে নেন। শ্রেয়স আইয়ারও (Shreyas Iyer) দলীপে খেলবেন বলে জানা যাচ্ছে।
দেখুন অন্য খবর: