কলকাতা: দুই যুগ পর ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত (India)। অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ব্যাট হাতে চরম ব্যর্থ হয়েছেন। আর এক সিনিয়র ব্যাটার বিরাট কোহলিও (Virat Kohli) একটা ৭০ রানের ইনিংস ছাড়া ব্যর্থ। নিউজিল্যান্ডের কাছে লজ্জার হারের পর দুই তারকাকে নিয়ে চলছে যথেচ্ছ সমালোচনা। সেই সঙ্গেই আইসিসি টেস্ট ক্রমতালিকার (ICC Test Ranking) প্রথম দশ নয়, প্রথম ২০ জন থেকেই ছিটকে গেলেন দুজনে।
রোহিত আগেই প্রথম কুড়ির বাইরে ছিলেন, আরও দুই ধাপ নেমে ২৬ নম্বরে আছেন এখন। বিরাট আট ধাপ নেমে এখন ২২ নম্বরে। তিন টেস্টের ছয় ইনিংসে মোট ৯৩ রান করেছেন রোহিত, বিরাট করেছেন ৯১। আইসিসি র্যাঙ্কিংয়ে তাঁরা পিছিয়ে যাবেন বলাই বাহুল্য।
আরও পড়ুন: ইপিএল থেকে চ্যাম্পিয়ন্স লিগ, ছুটছে লিভারপুল
ভারতীয় ব্যাটারদের মধ্যে ঋষভ পন্থ প্রথম দশে উঠে এসেছেন। কিউয়ি সিরিজে একাই লড়েছেন তিনি। এখন আইসিসি র্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন পন্থ। নিউজিল্যান্ডের মিডল অর্ডার ব্যাটার ডারিল মিচেলও ভালো ব্যাটিং করেছেন, তিনি উঠে এলেন সপ্তম স্থানে। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৯০ করেছিলেন শুভমান গিল। চার ধাপ লাফিয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন তিনি।
ব্যাটারদের তালিকায় প্রথম স্থানে জাঁকিয়ে বসে আছেন জো রুট। চোটের জন্য ভারতের বিরুদ্ধে একটা ম্যাচেও খেলতে না পারা কেন উইলিয়ামসন দ্বিতীয় স্থানে রয়ে গেলেন। যশস্বী জয়সওয়ালকে সরিয়ে তৃতীয় স্থান দখল করেছেন হ্যারি ব্রুক। জয়সওয়াল এখন চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে আছেন স্টিভ স্মিথ।
দেখুন অন্য খবর: