আমেদাবাদ: ১৪০ কোটি ভারতবাসী এক মাহেন্দ্রক্ষণের আশায় বুক বেঁধে বসে আছে। যে ক্ষণে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে ভারত। গোটা টুর্নামেন্ট অপরাজিত, বলা ভালো অপ্রতিরোধ্য থেকে ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। প্রত্যেকেই অবদান রেখেছেন তবে বিশেষভাবে বলতে হলে বিরাট কোহলি (Virat Kohli), মহম্মদ শামির (Mohammad Shami) নাম আসবেই। আরও একজনের নাম কিছুতেই অস্বীকার করা যাবে না, তিনি অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ব্যক্তিগত রেকর্ডের কথা না ভেবে দলের স্বার্থ অনুযায়ী খেলছেন তিনি। আর তাতেও গড়াগড়ি খাচ্ছে একের পর এক রেকর্ড।
বিশ্বকাপের (CWC 2023) ১০টি ম্যাচ খেলে ৫৫০ রান করেছেন রোহিত। স্ট্রাইক রেট ১২৫। বিশ্বকাপের ৪৮ বছরের ইতিহাস এত বড় স্ট্রাইক রেটে এত রান আজ পর্যন্ত কেউ করতে পারেননি। এছাড়াও তিনি মেরেছেন ২৮টি ছয়, এও বিশ্বকাপের সর্বোচ্চ। হিটম্যান (Hitman) বাউন্ডারি মেরেছেন ৬২টি। রয়েছে তিনটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি। এর সঙ্গে নেদারল্যান্ডস ম্যাচে একটা উইকেটও তুলে নিয়েছেন। এই টুর্নামেন্টে দু’বার ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন। রোহিত একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন একথা বললে একবিন্দু ভুল হবে না।
আরও পড়ুন: নীল ঢেউয়ের উত্তালেও মনমরা অমিতাভ বচ্চন?
The many moods of Rohit Sharma 😄#CWC23 #INDvAUS pic.twitter.com/eQYdlZz78a
— ICC Cricket World Cup (@cricketworldcup) November 18, 2023
ভারতীয় ক্রিকেট উপকথায় চিরকালের মতো নায়কের স্থান পেয়েছেন কপিল দেব (Kapil Dev) এবং মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। অধিনায়ক হিসেবে সেই জায়গাটা দুর্ভাগ্যবশত সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এবং বিরাট কোহলি। রবিবার জিতলে প্রথম দুজনের সোপানে অধিষ্ঠিত হবেন রোহিত শর্মা। না জিতলে পড়ে থাকবেন সৌরভদের দলে। শেষ পর্যন্ত কী হবে তা সময় বলবে, তবে পাঠ্যবইয়ের পাতায় ইতিমধ্যেই স্থান পেয়েছেন হিটম্যান।
সম্প্রতি একটি বইয়ের পাতার ছবি প্রকাশ্যে এসেছে। সম্ভবত সাধারণ জ্ঞানের বই সেটি। তাতে ইংরেজিতে রোহিত সম্পর্কে নানাবিধ তথ্য দেওয়া। শিরোনাম ‘ট্যালেন্টেড ইয়ং ব্যাটসম্যান’। প্রথমেই লেখা হচ্ছে, রোহিত শর্মা ভারতের অন্যতম সেরা প্রতিভাবান ব্যাটসম্যান। এরপর তাঁকে নিয়ে ছোট ছোট তথ্য। যেমন, রোহিত ১৯৮৭ সালের ৩০ এপ্রিল মহারাষ্ট্রের নাগপুর জেলার বানসোড়ে জন্মেছিলেন।