চেন্নাই: ছক্কা মারতে ওস্তাদ রোহিত শর্মা (Rohit Sharma)। আন্তর্জাতিক ক্রিকেটের সবথেকে বেশি ছয় মেরেছেন তিনিই। ৪৮৩ ম্যাচে (৫০৯ ইনিংস) ৬২০টি ছয় আছে হিটম্যানের। দ্বিতীয় স্থানে থাকা ক্রিস গেইল অনেক পিছনে, মেরেছেন ৫৩৩টি। তবে টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে ছয় মারায় দ্বিতীয় স্থানে আছেন রোহিত। এক নম্বরে এখন বীরেন্দ্র সেওয়াগ (Virender Sehwag)। চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে নজফগড়ের নবাবকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে ভারত অধিনায়কের কাছে।
৫৯টি টেস্ট ম্যাচে ৮৪টি ছয় মেরেছেন রোহিত। আর আটটি ওভার-বাউন্ডারি মারলেই সেওয়াগকে পিছনে ফেলবেন তিনি। ১০৪ ম্যাচে ৯১টি ছয় মেরেছিলেন বীরু। রোহিত যে ধরনের ব্যাটার তাতে প্রথম টেস্টেই এই রেকর্ড করে ফেলতে পারেন। ছয় মারার বল পেলে তিনি মারবেনই, ফর্ম্যাট দেখবেন, কোন রঙের বল তাও দেখবেন না।
আরও পড়ুন: জার্মান লিগে নজির গড়লেন ইংলিশ স্ট্রাইকার
সব দেশ মিলিয়ে টেস্ট ক্রিকেটে সবথেকে বেশি ছয় মারার রেকর্ড রয়েছে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসের (Ben Stokes) দখলে। ১০৫ ম্যাচ খেলে ১৩১টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে আছেন স্টোকসের দলের কোচ ব্রেন্ডন ম্যাককালাম (Brendon McCullum)। ১০১ টেস্টে ১০৪টি ছয় মেরে কেরিয়ারে ইতি টেনেছেন তিনি। ১০০ ছয়ের ক্লাবে আছেন আর একজন, অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট (Adam Gilchrist)। ৯৬ টেস্টে ঠিক ১০০টি ছয় মেরেছেন তিনি।