HomeBig newsবিশ্বকাপে সবথেকে বেশি ছয়, ফের রেকর্ড হিটম্যানের

বিশ্বকাপে সবথেকে বেশি ছয়, ফের রেকর্ড হিটম্যানের

মুম্বই: ছয় মারায় যেন পিএইচডি করেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। এমনি এমনি তো তাঁকে হিটম্যান নাম দেওয়া হয়নি। এই বিশ্বকাপেই এক ক্যালন্ডার বর্ষে সবথেকে বেশি ছয় মারার রেকর্ড করেছিলেন। ওডিআই ক্রিকেটে সবথেকে বেশি ছয়ের রেকর্ডও তাঁরই দখলে। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আরও এক ছক্কার রেকর্ড করলেন। আইসিসি বিশ্বকাপের আসরে সবথেকে বেশিবার বল মাঠের বাইরে পাঠিয়েছেন রোহিত। এতদিন এই রেকর্ড ছিল ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইলের দখলে। তাঁর ছিল ৪৯টা ছয়। আজ টিম সাউদিকে দুটো ছয় মারতেই এক নম্বরে চলে এলেন হিটম্যান। মিচেল স্যান্টনারকে ফের ছয় মেরে এখন বিশ্বকাপে ৫১ ছয়ের মালিক তিনি।

Stadium Bulletin | শচীন তেণ্ডুলকরের নার্সারিতে কলকাতা টিভি

RELATED ARTICLES

Most Popular

Recent Comments