Homeখেলাহিটম্যানের রেকর্ড, স্পর্শ করলেন ধোনি-আজহারউদ্দিনের এশিয়া কাপ কীর্তি  

হিটম্যানের রেকর্ড, স্পর্শ করলেন ধোনি-আজহারউদ্দিনের এশিয়া কাপ কীর্তি  

২০১৮ সালে শেষবার রোহিতের অধীনেই এশিয়া কাপ ঘরে এসেছিল

কলম্বো: শ্রীলঙ্কাকে (Sri Lanka) ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপ (Asia Cup) চ্যাম্পিয়ন হয়েছে ভারত (India)। এই নিয়ে রেকর্ড আটবার এই ট্রফি জিতল টিম ইন্ডিয়া (Team India)। এর মধ্যে সাতবার ওডিআই এবং একবার টি২০ ফর্ম্যাটে। শ্রীলঙ্কা এশিয়া কাপ জিতেছে ছ’ বার এবং পাকিস্তান দু’বার। ভারতের রেকর্ডের দিনে রেকর্ডের অধিকারী হয়েছেন অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma)। স্পর্শ করেছেন ভারতের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) কীর্তি।

পাঁচ বছর পর কোনও বহুদেশীয় টুর্নামেন্টে জিতল ভারত, ২০১৮ সালে শেষবার রোহিতের অধীনেই এশিয়া কাপ ঘরে এসেছিল। এই মহাদেশীয় টুর্নামেন্টে যুগ্মভাবে রেকর্ড ২৮ ম্যাচ খেলে ফেলেছেন হিটম্যান। এছাড়াও ক্যাপ্টেন হিসেবে ধোনির দু’টি রেকর্ডের ভাগীদার হয়েছেন। রোহিতের অধিনায়কত্বে এশিয়া কাপে ১১টা ম্যাচ খেলে ৯টা জিতেছে ভারত। ধোনিও ৯টা ম্যাচ জিতেছেন তবে তা ১৪ ম্যাচে। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক অর্জুনা রণতুঙ্গা (Arjuna Ranatunga) ১৩ ম্যাচে ৯টা জিতেছেন।

আরও পড়ুন: ওডিআই র‍্যাঙ্কিংয়ে পাকিস্তান শীর্ষস্থানেই, এশিয়া কাপ জিতেও দুইয়ে ভারত!

এশিয়া কাপে ধোনি মোট চারটে ম্যাচ হেরেছেন, একটা ম্যাচ টাই হয়। রোহিত শর্মা সেখানে ১টা ম্যাচ হেরেছেন, এ বছর বাংলাদেশের বিরুদ্ধে। গ্রুপ পর্বের ভারত-পাক বৃষ্টিতে ভেস্তে যায়। এছাড়াও রেকর্ড স্পর্শ করেছেন রোহিত। মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin) এবং ধোনির পর তিনিই একের বেশিবার এশিয়া কাপ জিতলেন। আজহার জিতেছিলেন ১৯৯০-৯১ এবং ১৯৯৫ সালে। ধোনির নেতৃত্বে ২০১০ সালে ওডিআই এবং ২০১৬ সালে টি২০ ফর্ম্যাটে এই টুর্নামেন্ট জেতে ভারত।

প্রসঙ্গত, রবিবার এশিয়া কাপের ফাইনালে জমজমাট লড়াই আশা করেছিল সবাই। কিন্তু কোনও লড়াই-ই হয়নি। ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে শ্রীলঙ্কা, একথা বললেও কম বলা হয়। ২৩ বছরের অপমানের বদলা নিয়েছে রোহিত শর্মার দল। ২০০০ সালে শারজার মাঠে কোকা-কোলা ট্রফির ফাইনালে এই শ্রীলঙ্কার বিরুদ্ধেই ৫৪ রানে অল আউট হয়েছিল ভারত। রবিবার প্রতিশোধ নিল ভারত। ৫০ ওভারের ফর্ম্যাটে ভারতের বিরুদ্ধ সবথেকে কম রান এটাই। ২০১৪ সালে মিরপুরে বাংলাদেশের (Bangladesh) ৫৮ এতদিন সেই রেকর্ড ধরে রেখেছিল।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments