কলকাতা: বৃষ্টিতে ব্রিসবেন টেস্টের (Brisbane Test) প্রথম দিনের খেলা ভেস্তে গিয়েছে। খেলা হয়েছে মাত্র ১৩.২ বল। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। এই সিদ্ধান্তেরই কড়া সমালোচনা করলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার গ্লেন ম্যাকগ্রা (Glen McGrath)। আন্তর্জাতিক ক্রিকেটে ৯৪৪ উইকেটের মালিক বলছেন, ব্যাটিং করায় অনিচ্ছা আছে বলেই বোলিং নিয়েছেন রোহিত।
ম্যাকগ্রা বলেন, “রোহিত টসে জিতে বোলিং নেওয়ায় আমি অবাক হইনি। ও মাঠে নেমে ব্যাট করতে চাইছে না। ব্যাপারটা হল যদি প্রথমে বোলিং নেওয়ার সিদ্ধান্ত ব্যর্থ হয় তাহলে তা নিয়ে সংবাদমাধ্যম হইচই করে। কিন্তু প্রথমে ব্যাটিং করে যদি খারাপ কিছু হয়ও তাহলে লোকে বলবে সাহসী সিদ্ধান্ত।”
আরও পড়ুন: আজ শীর্ষস্থান মজবুত করাই লক্ষ্য মোহনবাগানের
অদ্ভুত বিষয় হল, মেঘলা আকাশ থাকা সত্ত্বেও বল তেমন ‘মুভ’ করেনি। ১৩.২ ওভারে মাত্র ২৮ রান করলেও অস্ট্রেলিয়ার একটাও উইকেট ফেলতে পারেননি জসপ্রীত বুমরারা (Jasprit Bumrah)। আগামিকাল আরও ভালো করে বোঝা যাবে, বোলিংয়ের সিদ্ধান্ত কতটা সঠিক হয়েছে। অবশ্য এই সিদ্ধান্ত নিশ্চয়ই একা রোহিতের নয়, গৌতম গম্ভীর সহ গোটা টিম ম্যানেজমেন্টের সায় থাকার কথা।
১৩.২ ওভার বেশ সাবধানে খেলেছেন অস্ট্রেলিয়ার দুই ওপেনিং ব্যাটার। উসমান খোয়াজা ৪৭ বলে ১৯ রান করেছেন। নাথান ম্যাকসুইনি ৩৩ বল খেলে চার রানে অপরাজিত আছেন। এখন প্রশ্ন হল, এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচে আবহাওয়া আর কতটা প্রভাব ফেলবে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, দ্বিতীয় দিন অর্থাৎ রবিবারেও বৃষ্টির সম্ভাবনা আছে। তবে আশার কথা, শনিবারের মতো গোটা দিন ভেস্তে যাবে না।
দেখুন অন্য খবর: